- ডিজিটাল কনটেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
- পাঠ্যবিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে;
- ক্যারিয়ার উন্নয়নের আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে; এবং
- ইন্টারনেট ব্যবহার করে পাঠসংশ্লিষ্ট বিষয়ের একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবে।
কীভাবে অনুশীলন করতে হবে তা নিচের চিত্রে উল্লেখ করা হলো।
ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্টের প্রকারভেদ, ই-বুক ও এর প্রকারভেদ, ই-বুক ব্যবহারের সুবিধা, শিক্ষায় ইন্টারনেট, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি।নিচের অনুশীলন পর্বগুলোতে শিক্ষার্থীরা সঠিক উত্তরটি নির্বাচনের দ্বারা খুব সহজেই নিজেকে মূল্যায়ন করার সুযোগ পাবে। সঠিক উত্তরগুলো নির্বাচন শেষে SUBMIT বাটনে চাপলে VIEW SCORE নামে আরেকটি অপশন চলে আসবে। ফলে VIEW SCORE বাটনটিতে চাপলে সাথে সাথে শিক্ষার্থীরা তাদের সঠিক উত্তরের সংখ্যা জানতে পারবে। একই সাথে কোন প্রশ্নের উত্তর ভুল হলে সেটির সঠিক উত্তরও সাথে সাথে জানতে পারবে।
I Like this web site, so many many thanks.
ReplyDeleteYou are most welcome. Thanks so much for your inspiration.
DeleteThanks
ReplyDeleteYou're most welcome.
DeleteThanks
DeleteThanks
ReplyDelete