- মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ বর্ণনা করতে পারবে;
- মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে;
- প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;
- প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে;
- গ্রাফিক্স এর ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে;
- প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি এবং উপস্থাপন করতে পারবে;
- গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে সৃজনশীল চিত্র অঙ্কন এবং উপস্থাপন করতে পারবে।
কীভাবে অনুশীলন করতে হবে তা নিচের চিত্রে উল্লেখ করা হলো।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠসমূহ-
মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ ও প্রকারভেদ, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি, প্রেজেন্টেশনে নতুন স্লাইড সংযোজন, অ্যানিমেশন প্রয়োগ, ছবি সংযোজন, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, গ্রাফিক্সের গুরুত্ব, ফটোশপ এবং ইলাস্ট্রেটর প্রোগ্রামের ধারণা, ফটোশপ ও ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের পরিচিতি ও ব্যবহার ইত্যাদি।নিচের অনুশীলন পর্বগুলোতে শিক্ষার্থীরা সঠিক উত্তরটি নির্বাচনের দ্বারা খুব সহজেই নিজেকে মূল্যায়ন করার সুযোগ পাবে। সঠিক উত্তরগুলো নির্বাচন শেষে SUBMIT বাটনে চাপলে VIEW SCORE নামে আরেকটি অপশন চলে আসবে। ফলে VIEW SCORE বাটনটিতে চাপলে সাথে সাথে শিক্ষার্থীরা তাদের সঠিক উত্তরের সংখ্যা জানতে পারবে। একই সাথে কোন প্রশ্নের উত্তর ভুল হলে সেটির সঠিক উত্তরও সাথে সাথে জানতে পারবে।
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__