- ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;
- ওয়ার্ড প্রসেসব ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে;
- স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;
- স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে;
- স্প্রেডশিট ব্যবহার করে হিসাব-নিকাশ করতে পারবে।
কীভাবে অনুশীলন করতে হবে তা নিচের চিত্রে উল্লেখ করা হলো।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠসমূহ-
ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অফিস বাটন ও এর অপশনসমূহের পরিচিতি, লেখালেখির সাজসজ্জা, টেবিল বা সারণি যোগ করা, ওয়ার্ডে ছবি সংযোজন করা, ওয়ার্ড আর্টের ব্যবহার, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইনের ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান বা স্পেলিং ঠিক করা, স্প্রেডশিট বিশ্লেষণ করা, স্প্রেডশিটের ব্যবহার কৌশল, স্প্রেডশিট ব্যবহারে করে গুণ ভাগ যোগ বিয়োগ ও শতকরার ব্যবহার করা ইত্যাদি।নিচের অনুশীলন পর্বগুলোতে শিক্ষার্থীরা সঠিক উত্তরটি নির্বাচনের দ্বারা খুব সহজেই নিজেকে মূল্যায়ন করার সুযোগ পাবে। সঠিক উত্তরগুলো নির্বাচন শেষে SUBMIT বাটনে চাপলে VIEW SCORE নামে আরেকটি অপশন চলে আসবে। ফলে VIEW SCORE বাটনটিতে চাপলে সাথে সাথে শিক্ষার্থীরা তাদের সঠিক উত্তরের সংখ্যা জানতে পারবে। একই সাথে কোন প্রশ্নের উত্তর ভুল হলে সেটির সঠিক উত্তরও সাথে সাথে জানতে পারবে।
It's really awesome .😀
ReplyDeleteThanks very much..
DeleteThank you very much!!
ReplyDelete