The important rules are given below with very short tricks so that you can remember them easily. Because the traditional rules and their description have made the students bother. So, the below will help them to understand the rules in a very new and simple way.
গঠনগত দিক থেকে Sentence তিন প্রকার :: Simple, Complex, Compound.
Simple :: Subject একটি + Verb একটি
Compound :: Subject দুটি + Verb দুটি + Conjunction একটি।Simple :: Subject একটি + Verb একটি
- এ ধরণের বাক্যে একটিই Subject এবং একটি মাত্রই মূল Verb থাকবে।
- যেমন- We read books to learn.
- অর্থাৎ complex এবং compound থেকে simple করার মূল লক্ষ্যই হলো উক্ত বাক্য দুটির অতিরিক্ত subject, verb এবং conjunction কীভাবে বাদ দেওয়া যায়।
- এ ধরণের বাক্যে দুটি Subject, দুটি Verb এবং একটি Conjunction থাকবে।
- যেমন- As/ Since I was ill, I couldn't attend the program.
- Compound থেকে Complex করার সময় লক্ষ রাখতে হবে কীভাবে Compound এর conjunction বাদ দিয়ে সঙ্গতিপূর্ণ একটি Complex এর conjunction ব্যবহার করা যায়।
- Simple থেকে Complex করার সময় লক্ষ রাখতে হবে কীভাবে Simple এর একটি subject এবং একটি verb কে দুটি subject এবং দুটি verb এ রূপান্তরিত করা যায় ও সঙ্গতিপূর্ণ একটি Complex এর conjunction ব্যবহার করা যায়।
- Complex conjunctions : what/ who/ where/ how/ why/ which/ whom/ when/ if/ that/ as/ since/ so that/ though/ whereas, etc.
- এ ধরণের বাক্যে দুটি Subject, দুটি Verb এবং একটি Conjunction থাকবে।
- যেমন- He is poor but he is honest.
- অর্থাৎ Complex থেকে compound করার সময় লক্ষ রাখতে হবে কীভাবে Complex এর conjunction বাদ দিয়ে সঙ্গতিপূর্ণ একটি compound এর conjunction ব্যবহার করা যায়।
- compound করার সময় লক্ষ রাখতে হবে কীভাবে Simple এর একটি subject এবং একটি verb কে দুটি subject এবং দুটি verb এ রূপান্তরিত করা যায় ও সঙ্গতিপূর্ণ একটি
- Compound conjunctions : and/ but/ or [ একই অবস্থা বোঝাতে and, বৈপরীত্য বোঝাতে but এবং শর্ত বোঝাতে or ব্যবহৃত হয়।]
Rules of Simple to Complex
RULE – 1: present participle, indicates reasons = as/since.
Simple: Seeing the police, the thief ran away.
Complex: As the thief saw the police, he ran away.
{Verb+ing দ্বারা শুরু হওয়া প্রদত্ত Simple Sentence-টি ‘Reason/ কারণ’ বোঝানোয় Complex-এ As/ Since বসানো হয়েছে। কেননা, এখানে কারণের ইংরেজি হলো As/ Since। }
RULE – 2: present participle, indicates time = when.
Simple: Going to school, I sat on the front bench.
Complex: When I went to school, I sat on the front bench.
{Verb+ing
দ্বারা শুরু হওয়া প্রদত্ত Simple Sentence-টি ‘Time/ সময়’ বোঝানোয় Complex-এ When বসানো হয়েছে। }
RULE – 3: present participle sits inside the sentence = remain unchanged till before participle + which/that/when + to be verb + extension.
Simple: I saw the beggar begging.
Complex: I saw the beggar that was begging.
{Verb+ing
দপ্রদত্ত Simple Sentence-টির ‘মাঝে/ শেষে’ বসলে Complex করার সময় উক্ত ing যুুক্ত Verb এর আগে relative pronoun (which/ what/ where/ how/ that, etc.) + be verb (am/ is/ are/ was /were) বসে। }
RULE – 4: Subject + object, indicate same person or thing = it is + sub + relative pronoun + rest of the parts of the sentence excluding sub.
Simple: Kamal is a meritorious boy.
Complex: It is Kamal who is a meritorious boy.
{Subject + object যদি একই বস্তু / ব্যক্তিকে নির্দেশ করে তবে উপরোক্ত নিয়মটি প্রযোজ্য। উপরের উদাহরণটিতে যদি প্রশ্ন করা হয় যে, কে কামাল? উত্তর হবে, মেধাবী ছেলে। আবার যদি প্রশ্ন করা হয় যে, মেধাবী ছেলেটি কে? তাহলে উত্তর হবে, কামাল। অর্থাৎ, একজনকেই নির্দেশ করছে। যে ছেলেটি মেধাবী, সেই ছেলেটিই কামাল। }
RULE – 5: Subject + object, indicate different person or thing = sub + verb + noun + relative pronoun + to be verb + adj.
Simple: The chairman took the costly gift.
Complex: The chairman took the gift which was costly.
{Subject + object যদি ভিন্ন বস্তু / ব্যক্তিকে নির্দেশ করে
তবে উপরোক্ত নিয়মটি প্রযোজ্য। উদাহরণটিতে Subject হলো The chairman এবং Object হলো Costly gift। এক্ষেত্রে relative pronoun দ্বারা adjective-কে আলাদা করে ফেলতে হয়। উপরের উদাহরণে, Costly adjective-কে relative pronoun দ্বারা আলাদা করা হয়েছে।}
RULE – 6: infinitive to + verb/in order to = so that.
Simple: We eat to live.
Complex: We eat so that we may live.
{বাক্যে Infinitive (to+verb) থাকলে to এর স্থলে so that + Subject + may + to এর পরের verbটি বসে।}
RULE – 7: Being + different sub = am/is/are/was/were, instead of being + as/since/when.
Simple: The tea being very hot, he could not drink it.
Complex: As/since the tea was very hot, he could not drink it.
{ভিন্ন দুটি subject যদি being দ্বারা যুক্ত থাকে, তবে being এর স্থলে am/is/are/was/were এবং বাক্যের প্রয়োজন অনুযায়ী As/ Since/ When বসে। এক্ষেত্রে যথারীতি কারণ বোঝাতে Since/ As এবং সময় বোঝাতে When বসে।}
RULE –8: Too----to = so----that + subject + can't/ couldn't after the subject according to tenses.
Simple: The boy is too poor to purchase the necessary books.
Complex: The boy is so poor that he can't purchase the books.
RULE –9: In spite of = though/although + to be verb.
Simple: In spite of his cruelty / being cruel, I love him.
Complex: Though he is cruel, I love him.
{এক্ষেত্রে লক্ষ রাখতে হবে his/ her/ your/ their/ our ইত্যাদি Possessive Adjective-টিকে subjective এ রূপান্তর করতে হবে এবং এদের পরে সাধারণত Noun বসে। ফলে Complex করার সময় উক্ত noun-টিকে adjective করে বসাতে হবে। কিন্তু being এর পরে adjective বসে বিধায় সেটি আর পরিবর্তন করার প্রয়োজন নেই।}
RULE –10: Because of = since/as + to be verb.
Simple: Because of his illness / being ill, he could not come.
Complex: As/since he was ill, he could not come.
{Because of অর্থ কারণ বোঝাতে complex এ As / Since বসে। ক্ষেত্রে
লক্ষ রাখতে হবে his/ her/ your/ their/ our ইত্যাদি Possessive
Adjective-টিকে subjective এ রূপান্তর করতে হবে এবং এদের পরে সাধারণত Noun
বসে। ফলে Complex করার সময় উক্ত noun-টিকে adjective করে বসাতে হবে। কিন্তু
being এর পরে adjective বসে বিধায় সেটি আর পরিবর্তন করার প্রয়োজন নেই।}
RULE –11: Possessive adjective যুক্ত phrase = 1st clause + where/when/what + 2ndclause + to be verb.
Simple: You knew my birth place.
Complex: You knew where my birth place was.
Complex: You knew where my birth place was.
RULE –12: Without + gerund = If + negative.
Simple:Without reading more, you cannot pass.
Complex: If you do not read more, you cannot pass.
Complex: If you do not read more, you cannot pass.
{Without এর পরিবর্তে if বসে। এবং if যুক্ত অংশটি negative হয়ে থাকে।}
RULE –13: By + gerund = If + affirmative.
Simple:By working hard, you will make progress.
Complex: If you work hard, you will make progress.
{By এর পরিবর্তে if বসে। এবং if যুক্ত অংশটি affirmative হয়ে থাকে।}
খুঁটিনাটি
- Gerund হলো verb+ing যা verb এবং noun এর কাজ করে থাকে।
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__