Tuesday, June 29, 2021

SSC exam 2022 all assignments | এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল অ্যাসাইনমেন্ট

বিশ্বব্যাপী করোনাভাইরাস এর অতি মারির কারণে গত ১৮/০৩/২০২০ খ্রি: তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ১৪ জুন, ২০২১ খ্রি: তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যাতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালুর বিষয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনাসহ ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে । শিক্ষার্থীদের সুবিধার্থে এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল অ্যাসাইনমেন্ট এই ওয়েবসাইটটিতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য এনসিটিবি কর্তৃক বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকাসহ ( রুব্রিক্স) অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখনফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে কোন্ সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে সে বিবেচনায় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। ১৪/০৬/২০২১ খ্রি: তারিখ থেকে গ্রিড অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে প্রতি সপ্তাহের শুরুতে মাউশি’র ওয়েবসাইট অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেয়া হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। অ্যাসাইনমেন্ট গুলো জমাদানের ক্ষেত্রে শিক্ষার্থীরা সরাসরি কিংবা অনলাইন মাধ্যম ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। 
 শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। 
শিক্ষার্থী কর্তৃক জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়নপূর্বক প্রদত্ত ছক অনুযায়ী প্রতিষ্ঠানকে তা সংরক্ষন করতে হবে। 
 এ কার্যক্রমে শিক্ষার্থী যেন কোনো নৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ রাখতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুততার সাথে তা তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়ভিত্তিক শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিক চিহ্নিত করবেন এবং দুর্বল অংশটুকু উন্নয়নের পরামর্শ দেবেন। 
 এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ২০২০ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মহামারীর কারণে তা অনুষ্ঠিত হয়নি। ফলে ওই বছর  এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটো পাস (বিগত বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে) দেয়া হয়। অন্যদিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষা এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে। কবে নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছেনা। কেননা দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ সীমার মধ্যে পৌঁছায়নি। বরং সংক্রমণ আগের থেকেও বেড়েছে। ফলের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ব্যাপারে ঝুঁকি নিতে একেবারেই অনিচ্ছুক।
শিক্ষা পরিবারের কেউ যেন মহামারীর এই ভয়াল ছোবলে আক্রান্ত না হয় সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে বা আগামী বছর করোনা পরিস্থিতি কী রূপ ধারণ করবে এই অনিশ্চয়তায় শিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে উক্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি শেষ পর্যন্ত আগামী বছর বা ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হয় তবে যেন উক্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত শ্রেণি কার্যক্রমের ফলাফল মূল্যায়ন এর ভিত্তিতে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা যায় সে ব্যাপারে একটি আগাম প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরাই উপকৃত হবে। কেননা পরীক্ষার অনিশ্চয়তায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকায় তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় গুলো হেলায় হারিয়ে যাবে না। এতে করে পুরোপুরি না হলেও শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের সাথে কিছুটা হলেও জড়িত থাকবে। অনিশ্চয়তা দূর হবে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলের।

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__