কোভিড-১৯ (Covid-19) বা করোনার কারণে গত মার্চ-২০ মাস থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গুলো বন্ধ রয়েছে। বিভিন্ন মেয়াদে এগুলোকে পর্যায়ক্রমে বর্ধিত করে আজকে এই অক্টোবর-২০ মাস পর্যন্ত এসেছে। কিন্তু করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার ব্যাপারে এখনো কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে ব্যাহত হচ্ছে দেশব্যাপী বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের শিক্ষা দান কর্মসূচী। তবে শিক্ষার্থীদের এই ক্ষতি কিছুটা পুষিয়ে দেবার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত “আমার ঘরে আমার স্কুল” নামক যে কর্মশালাটি বাংলাদেশ সংসদ টেলিভিশনে প্রচারিত হচ্ছে সেটি প্রশংসার দাবিদার। শিক্ষার্থীরা এর মাধ্যমে কিছুটা হলেও তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারছে।
অন্যদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষা- প্রাথমিক স্তরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা গুলো বাতিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার ঘোষণা প্রদান করেন। কিন্তু বছরের এখনো দুই মাস বাকি। তাই নভেম্বর মাস জুড়ে শিক্ষার্থীদের জন্য একটি পাঠদানের ব্যবস্থা প্রণয়ন করেছে মন্ত্রণালয়। কিন্তু এখানেও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পাঠদান কর্মসূচি গ্রহণ করবে যা সংসদ টেলিভিশনে চলমান। শুধু তাই নয়, এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থা এবং আয়োজনে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে। অন্যদিকে, গত ২৯ অক্টোবর ২০২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নভেম্বর মাস জুড়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।
সকলেই অবগত আছেন করোনার কারণে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের বিভিন্ন দেশ তাদের পাবলিক পরীক্ষা গুলো বাতিল করেছে । পত্র-পত্রিকা কিংবা মিডিয়ার মাধ্যমে যেমনটা জানা গেছে অনেক দেশ অটোপ্রমোশনের ব্যবস্থা করেছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে খুব বেশি আগ্রহ প্রকাশ করছে না বেশিরভাগ দেশগুলি। কিছু দেশ তাদের শিক্ষা কার্যক্রম এর মধ্যে চালু করলেও পরবর্তীতে সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় বন্ধ করতে বাধ্য হয়। এমন গুরুতর পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে যেখানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বেশিরভাগ প্রতিষ্ঠান অপারগ সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় খুলে দেয়াটা সত্যিই একটি ভয়ঙ্কর বিষয় হয়ে উঠতে পারে। ফলে সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ব্যাপারে ধারাবাহিকভাবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে আসছে। অন্যদিকে পরিস্থিতির উন্নয়ন না হলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নিয়েও সংশয় রয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে এসএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কাজ করে যাচ্ছে। যাইহোক বিশ্বব্যাপী করোনা মহামারীর এই পরিস্থিতি ক্রমান্বয়ে দূরীভূত হোক এবং তার ধরিত্রী তার স্বাভাবিক যাত্রায় পথ চলুক এমনটাই আশাবাদ ব্যক্ত করছি।
নিচে সিলেবাস গুলো ডাউনলোড করার লিঙ্ক ধারাবাহিকভাবে দেয়া রয়েছে।
ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচী
সপ্তম শ্রেণির পাঠ্যসূচী
অষ্টম শ্রেণির পাঠ্যসূচী
নবম শ্রেণির পাঠ্যসূচী
মূল্যায়ন নির্দেশনা ডাউনলোড করুন
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__