JSC (Junior School Certificate) examination 2019 will commence from 2nd November, 2019 across the country. Around 20 Lac student will take part in the exam. The education boards of the country will arrange the exam. Arts & Crafts, Work & Life Oriented Education and Physical Education, these 3 subjects have been off for the regular students. Exam will start at 10.00 am and finish at 1.00 pm though the schedule depends on subjects and Full Marks.
Wish the examinees very good luck and sound health during their examination.
এ বছরের (২০১৯) জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা ২ নভেম্বর, ২০১৯ তারিখে শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। যথারীতি বাংলা বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে। এছাড়াও বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা থাকে। নির্দেশনাসমূহ নিম্নরূপ-
এ বছরের (২০১৯) জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা ২ নভেম্বর, ২০১৯ তারিখে শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। যথারীতি বাংলা বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে। এছাড়াও বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা থাকে। নির্দেশনাসমূহ নিম্নরূপ-
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- সৃজনশীল ও বহুনির্বাচনি পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।
- শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রকে সরবরাহ করবে। পরীক্ষার্থীর রোল নম্বর পাওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে প্রেরণ করবে।
- পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন (০৩) দিন পূর্বে সংগ্রহ করবে।
- পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার্থীগণ সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__