Thursday, July 4, 2019

SSC Routine 2020 | এসএসসি পরীক্ষার রুটিন ২০২০

সারা বাংলাদেশের ৯টি বোর্ডে একযোগে এসএসসি পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২০ থেকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রুটিনটি নিম্নে দেওয়া হলো। বিগত বছরের তুলনায় এবারের পরীক্ষার সময় কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগে যেখানে এক মাস ব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, সময় অপচয় রোধে এবার তা ২০ থেকে ২২ দিনে আনা হয়েছে। তাছাড়া প্রশ্নপত্র ফাঁসরোধেও বিষয়টি ভূমিকা রাখবে বলে আশা করা হয়। তাছাড়া ২৩/০২/২০২০ থেকে শুরু হয়ে চলবে ২৯/০২/২০২০ তারিখ পর্যন্ত। 





এছাড়াও বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। নির্দেশনাসমূহ নিম্নরূপ-

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  • পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন (০৩) দিন পূর্বে সংগ্রহ করবে।
  • ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  • পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • পরীক্ষার্থীকে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • পরীক্ষার্থীগণ সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়/ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
  • সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার ফল প্রকাশের ০৭ দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।

সংশোধিত রুটিন ডাউনলোড করুন

1 comment:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__