Thursday, May 16, 2019

BCS Preliminary MCQ- আন্তর্জাতিক বিষয়াবলি (পর্ব ১)

বাংলাদেশে চাকরির পাবার ক্ষেত্রে প্রায় সবারই ইচ্ছা থাকে বিসিএস ক্যাডার পাবার। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই চাকরির পরীক্ষায় এহেন দিক নাই যেখান থেকে প্রশ্ন করা হয় না। এই পরীক্ষাটিকে তিনটি ধাপে ভাগ করা যায়- প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা বা মৌখিক পরীক্ষা। প্রতিযোগিদের প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে পাস করতে হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, খেলাধুলা ইত্যাদি প্রায় সবগুলো বিষয় সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়। ফলে প্রতিযোগিদের প্রস্তুতিকে সহায়তা করার লক্ষ্যেই আমাদের এই সাইটটিতে আমরা ডায়নামিকভাবে এমসিকিউ প্রশ্নসমূহের প্রস্তুতির ব্যবস্থা করেছি। এখানে পরীক্ষার্থীরা তাঁদের প্রস্তুতিকে সাথে সাথেই যাচাই করতে পারবে। অর্থাৎ প্রতিটি অনুশীলন পর্বে আমরা ২৫-৫০টি প্রশ্ন সেট করেছি। পরীক্ষার্থীরা উত্তর করার সাথে তাঁদের সঠিক উত্তরগুলোকে মূল্যায়ন করার সুযোগ পাবে এখানে। সাথে সাথে সর্বমোট সঠিক উত্তরের সংখ্যা তাঁরা এখান থেকে জানতে পারবে। প্রতিটি প্রশ্নে মান ১ নম্বর।
এই অংশে আমরা কেবলমাত্র আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেছি। ধাপে ধাপে সবগুলো অংশ এবং বিষয় প্রকাশ করা হবে।
edutechinfobd.blogspot.com
আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রিলিমিনারি পরীক্ষায় যেসব অংশ থেকে প্রশ্ন প্রনয়ণ করা হয় -
  • বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি - নম্বর (৪)
  • আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক - নম্বর (৪)
  • বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ - নম্বর (৪)
  • আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি - নম্বর (৪)
  • আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি - নম্বর (৪)
    নিচের অনুশীলন পর্বগুলোতে ক্লিক করুন, অনলাইন পরীক্ষায় অংশ নিন এবং তাৎক্ষণিক ফলাফল জানুন। অবস্থা বুঝে অনুশীলন বাড়িয়ে দিন।








    0 comments:

    __আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__