Sunday, February 24, 2019

এইচএসসি পরীক্ষার রুটিন ২০১৯ | HSC Exam Routine 2019

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর সময়সূচী প্রকাশ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক, প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এই সময়সূচী প্রকাশ করেছে। তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল, ২০১৯ তারিখ এবং শেষ হবে ১১ মে, ২০১৯ তারিখ। এরপর ১২ মে, ২০১৯ তারিখে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং চলবে ২১ মে, ২০১৯ তারিখ পর্যন্ত।
edutechinfobd
পরীক্ষা সংক্রান্ত কিছু জরুরী তথ্য-
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • যথারীতি প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • বহুনির্বাচনি পরীক্ষার ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট এবং সৃজনশীল/রচনামূলক পরীক্ষার ৭০ নম্বরের জন্য ২ ঘন্টা ২০ মিনিট বরাদ্দ থাকবে।
  • ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল/রচনামূলক পরীক্ষার জন্য ২ ঘন্টা ৩৫ মিনিট বরাদ্দ থাকবে।
  • যেসকল পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকায় শুরু হবে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্যে ৯.৩০ মিনিটে ওএমআর শিট বিতরণ করা হবে। এবং দুপুর ২.০০ ঘটিকার সময় শুরু হওয়ার পরীক্ষার ক্ষেত্রে ১.৩০ মিনিটে ওএমআর শিট বিতরণ করা হবে।
  • ২০১৫ ও ২০১৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০১৫ ও ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী সময় ও নম্বর বন্টন করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার পূর্বেই পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র গ্রহণ করবে।
  • পরীক্ষার্থীরা তাঁদের উত্তরপত্রে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বিষয় কোড ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি ওএমআর শিটে লিখে বৃত্ত ভরাট করবে। এবং কোন অবস্থাতেই মার্জিনের ভিতরে লিখবে না এবং ওএমআর শিট কোন ভাবেই ভাঁজ করা যাবে না।
  • ব্যবহারিক সম্বলিত বিষয়ে বহুনির্বাচনি, সৃজনশীল/রচনামূলক/তত্ত্বীয় এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • পরীক্ষার্থীর প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা ছাড়া অন্য কোন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।
  • পরীক্ষার্থী সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
  • পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।
  • ২৬/০৫/২০১৯ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র, স্বাক্ষরলিপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমনুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__