Wednesday, September 27, 2017

গুগলের ঘোষণা অনুযায়ী বাংলা ব্লগার সাইটও এখন থেকে অ্যাডসেন্স পাবে

অত্যন্ত আনন্দের সাথে জানান যাচ্ছে, গুগল পরিবার থেকে ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে বাংলায় লেখা কোন কনটেন্ট বা ওয়েবসাইট অ্যাডসেন্স পাবে। সম্প্রতি ২৬ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে এ সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়। ”অ্যাডসেন্স এখন বাংলা বোঝে”- বাংলায় এমনই অর্থ দাঁড়ায় একটি শিরোনামে অ্যাডসেন্স তাদের অফিসিয়াল ব্লগ সাইটে এমন তথ্য প্রকাশ করে। কাজেই এখন থেকে যারা বাংলায় ব্লগ লিখতে চান তাদের আর কোন সমস্যা নেই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে। ফলে বাংলা ভাষা  ডিজিটাল ক্ষেত্রে নতুন এক মাত্রায় পৌছেঁ গেলো। এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অ্যাডসেন্সের অফিসিয়াল প্রতিবেদনটি পড়ুন এখান থেকে
অন্যদিকে, খুব সহজেই এখন থেকে ভালো ভালো ব্লগ প্রকাশ করে যে কেউ অর্থও উপার্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে গুগলের প্রাইভেসি পলিসি ও টার্মস এন্ড কন্ডিশন আগের মতোই থাকবে। অর্থাৎ কোনক্রমেই গুগলের কোন নিয়ম ভঙ্গ করা যাবে না। এক্ষেত্রে কোন প্রকার কনটেন্ট বা লেখা নকল বা প্রতিলিপি করা, কোন সফটওয়্যারের ক্র্যাক বা পাইরেসি, ডাউনলোড, কিংবা কোন কপিরাইট কনটেন্ট নকল করার মতো নিয়মগুলো লঙ্ঘন করা যাবে না। এ বিষয়গুলোর প্রতি লক্ষ রেখে একজন ব্লগার তার ব্লগিং চালিয়ে গেলে তার জন্য অর্থ উপার্জন এবং অ্যাপ্রুভাল পাওয়াটা সহজ হবে। 

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__