Thursday, October 28, 2021

ছুটির দরখাস্তের ফরম্যাট অটোমেটেড | Leave Application Format

edutechinfobd.blogspot.com

শিক্ষাপ্রতিষ্ঠানে বা অফিস-আদালতে আমাদেরকে প্রতিনিয়ত ছুটির জন্য দরখাস্ত লিখতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় ব্যস্ততার কারণে একটি দরখাস্ত লেখারও সময় সুযোগ অনেকের হয় না। ফলে এই অ্যাপসটি হতে পারে একটি তাৎক্ষণিক সমাধান। ওয়েব ডেভলপমেন্ট এর কিছুটা ধারনা থাকলে আপনি খুব সহজেই এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। অ্যাপস-টিকে লোকাল হোস্টে অথবা লাইভ সার্ভারে ইনস্টল করে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে আপনি যে সকল সুবিধা পাবেন সেগুলো হচ্ছে- 
  •  এক বা একাধিক দিনের অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারবেন। 
  • একইভাবে এক বা একাধিক দিনের অগ্রিম ছুটির জন্য তাৎক্ষণিকভাবে দরখাস্ত তৈরি করতে পারবেন। 
  • পিডিএফ ফরম্যাটে সেভ করে আপনার দরখাস্তটি ইমেইলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে পারবেন। 
 লোকালহোস্টে ব্যবহার করতে চাইলে আপনার কম্পিউটারে Wamp, Xampp, Laragon ইত্যাদি সফটওয়্যার গুলোর যেকোনো একটি ইনস্টল করে নিতে হবে। ছুটির দরখাস্ত এর জন্য আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে নিজেদের মতো করে একটি টেমপ্লেট ব্যবহার করে থাকি। এক্ষেত্রে অনেকেই বাংলা টাইপ করতে জানেন না এবং অনেকের মধ্যেই দরখাস্ত লিখার ভাষাগত যে বিষয় কিংবা একটি দরখাস্তের উপস্থাপনের যে বিষয়টি থাকে সেটি নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। ফলে একটি আদর্শ টেমপ্লেট যদি তৈরি করা থাকে এবং সেখানে যদি ডায়নামিক ভাবে একটি দরখাস্ত স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় তবে তা যেকোন কর্মকর্তা বা কর্মচারীর জন্য অত্যন্ত উপকারী এবং সময় সাশ্রয় একটি ব্যবস্থা হিসেবে কাজ করে।

ডাউনলোড করুন

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__