Sunday, July 25, 2021

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কাভার পেইজ | Assignment Cover Page for SSC-HSC 2021

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ১৮ জুলাই, ২০২১ খ্রি. তারিখে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অতিমারীর কারণে ১৮/০৩/২০২০ খ্রিস্টাব্দে থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেই তারিখ থেকে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। তবে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন ধারাবাহিক ভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন। পরিচালনা করছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ২০২১ ও ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পুনর্বিন্যাস করেছে। শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্ত করণ ও ধারাবাহিক মূল্যায়ন এর আওতায় আনার জন্য ২০২০ সাল থেকে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এনসিটিবি ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে। পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্ত করণ ও ধারাবাহিক মূল্যায়ন এর আওতায় আনার লক্ষ্যে এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্টসমূহ ১৮ জুলাই, ২০২১ থেকে প্রদান করা হবে। এক্ষেত্রে আরও কিছু নির্দেশনা প্রদান করা হয় যেমন- গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক বিষয় এর উপর প্রতি সপ্তাহে দুটি করে ১২ সপ্তাহের জন্য মোট চব্বিশটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। ১৮/০৭/২০২১ খ্রিস্টাব্দ এসকল এসাইনমেন্ট এর প্রথম পর্যায়ে তিন সপ্তাহের জন্য ছয়টি এসাইনমেন্ট কভার পৃষ্ঠার নমুনাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং ০৫ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ এরমধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নে বর্ণিত নির্দেশনার সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কভার পৃষ্ঠা ও সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ নির্দেশনা নিম্নরূপ।

ক) উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/ থানা শিক্ষা অফিসার এর জন্য নির্দেশনাসমূহ

১) ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রেরিত কাভার পৃষ্ঠা যথাযথ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রাখা; ২) কাভার পৃষ্ঠা সঠিকভাবে সংযুক্ত করা, পূরণ করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; ৩) অ্যাসাইনমেন্ট কার্যক্রম তত্ত্বাবধান, পরিবীক্ষণ, সংশ্লিষ্টদের সাথে প্রয়োজনীয় সমন্বয় এবং তথ্য সংগ্রহ করা; ৪) অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনে প্রেরণের বিষয়টি নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়া; ৫) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত কিছু অ্যাসাইনমেন্টের শিক্ষাবোর্ডে যথাযথভাবে প্রেরণের বিষয়টি নিশ্চিত করা; ৬) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত অ্যাসাইনমেন্টের যেগুলো শিক্ষাবোর্ডে প্রেরণ করা হবে সে অ্যাসাইনমেন্ট গুলরো একাংশ ছেঁড়া ও সংরক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করা; ৭) সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণপূর্বক নিয়মিত সভার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা; ৮) অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়ে যথাযথ ভাবে পদক্ষেপ গ্রহণ করবেন।

খ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের জন্য নির্দেশনা

১) অ্যাসাইনমেন্ট প্রদানের সাথে সাথে কাভার পৃষ্ঠা পূরণ এবং সংযোজনের বিষয়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; ২) পরীক্ষার্থীর জমা দেওয়া অ্যাসাইনমেন্ট এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা; ৩) কভার পৃষ্ঠার তিনটি অংশ- শিক্ষার্থীর অংশ, বিষয়ভিত্তিক শিক্ষকের অংশ এবং প্রতিষ্ঠান অংশ সম্পর্কে সকলকে স্পষ্ট ধারণা প্রদান করবেন। এবং অধিদপ্তর কর্তৃক প্রেরিত ছক সঠিকভাবে অনুসরণ হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন; ৪) অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে; ৫) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত কিছু অ্যাসাইনমেন্ট এর শিক্ষা বোর্ডে যথাযথভাবে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে; ৬) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত অ্যাসাইনমেন্টের যেগুলো শিক্ষা বোর্ডে প্রেরণ করা হবে সে অ্যাসাইনমেন্টগুলোর কভার পৃষ্ঠার একাংশ ছেঁড়া ও সংরক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করা; ৭) অ্যাসাইনমেন্ট এর ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; ৮) মূল্যায়নকারী শিক্ষক অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে যেন কোনো রকম অবহেলা, অতিমূল্যায়ন, অবমূল্যায়ন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন।

গ) মূল্যায়নের শিক্ষকের জন্য নির্দেশনা

১) অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও কাভার পৃষ্ঠা ব্যবহারে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে; ২) প্রদত্ত ছক মোতাবেক কাভার পৃষ্ঠায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এর তথ্য পূরণ করতে হবে; ৩) অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থীর যদি নকল বা অন্য কোনো অনিয়ম এর সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানকে অবহিত করবেন; ৪) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন অথবা স্বজনপ্রীতি করা যাবে না; ৫) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভিতরে সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে; ৬) কাভার পৃষ্ঠায় শিক্ষার্থীদের অংশ যথাযথভাবে তাঁরা পূরণ করেছে কিনা তা সঠিকভাবে যাচাই করে নিশ্চিত হবেন। কোন শিক্ষার্থী যথাযথভাবে পূরণ না করলে তাকে সঠিকভাবে পূরণের সহযোগিতা করবেন।
edutechinfobd

ঘ)অভিভাবকদের প্রতি নির্দেশনা বা অনুরোধ

১) বিদ্যালয় থেকে বা অনলাইনে কভার পৃষ্ঠার সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা করবেন। এ বিষয়ে কোভিড-১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করবেন; ২) শিক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত অন্য কোন অংশে বা অপর পৃষ্ঠায় কিছু না লিখে তা নিশ্চিত করবেন; ৩) অ্যাসাইনমেন্ট জমার ক্ষেত্রে কোনক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়টি নিশ্চিত করবেন; ৪) অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী যেন নকল বা অন্য কোন অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করবেন।

ঙ) শিক্ষার্থীর জন্য নির্দেশনা

১) বিদ্যালয় থেকে সরাসরি অথবা অনলাইনে অ্যাসাইনমেন্ট এর সাথে কাভার পৃষ্ঠা সংগ্রহপূর্বক কাভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে; ২) নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোন স্থানে বা অপর পৃষ্ঠায় কোন কিছু লেখা যাবে না। যদি কোনো শিক্ষার্থী এ নির্দেশ অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন স্থগিত রাখা বা বাতিল করা হবে; ৩) কোন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না। এ বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে; ৪) সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ পূর্বক অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পাদন করতে হবে।
ডাউনলোড পিডিএফ অ্যাসাইনমেন্ট কাভার পেইজ (এসএসসি)

ডাউনলোড ওয়ার্ড ডকুমেন্ট অ্যাসাইনমেন্ট কাভার পেইজ (এসএসসি)

ডাউনলোড পিডিএফ অ্যাসাইনমেন্ট কাভার পেইজ (এইচএসসি)

ডাউনলোড ওয়ার্ড ডকুমেন্ট অ্যাসাইনমেন্ট কাভার পেইজ (এইচএসসি)

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__