Thursday, July 15, 2021

Top one web hosting for beginners | নতুনদের জন্য একমাত্র ওয়েব হোস্টিং

অনলাইনে বা ইন্টারনেটে আয় করার একটা বড় মাধ্যম হলো ওয়েবসাইট। আর একটি ভালো মানের ওয়েব সাইট অথবা ব্যবহারকারীদের আকৃষ্ট করে বা ধরে রাখার মতো ওয়েবসাইটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো লোডিং স্পিড। আর লোডিং স্পিড নির্ভর করে ভালো মানের একটি ওয়েব হোস্টিং কোম্পানির ওপর। আর এ ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, প্রচলিত ওয়েবহোস্টিং গুলির মধ্যে নেইমচিপ এক নম্বর। যে সকল বিষয় গুলোকে গুরুত্ব দিয়ে নেইমচিপ কে এক নম্বরে রাখা হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।

মূল্য

একজন বিগিনার যে কিনা অনলাইন থেকে ওয়েব সাইটের মাধ্যমে আয় করতে চায় তার জন্য অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে একজন আয় উপার্জনহীন ব্যক্তির কাছে হুট করেই অর্থ অপচয় করাটা তার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ এবং উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। ফলে একজন বিগিনার সব সময় চায় তার পয়সার যেন সঠিক ও সর্বোচ্চ ব্যবহার হয়। আর এই দিকটাতেই সে অধিক পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে। ফলে একেবারে সুলভ মূল্যে একটি হোস্টিং কোম্পানি তার এই আর্থিক সমস্যা ও ক্যারিয়ারের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এবং এটিই তাঁর প্রথম মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠতে পারে। যা নেইমচিপ এর কাছ থেকে অনায়াসেই প্রত্যাশা করা যায় । মাত্র ০.৯৯ ডলারে অন্তত একবার ব্যবহার করে দেখতে পারেন। পয়সা নষ্ট হবে না একটুকু বলতে পারি।

সেবা

একটি ওয়েবসাইটের জন্য সেবাদানকারী প্রতিষ্ঠান যদি সঠিক সময়ে গ্রাহককে তার সেবা দিতে ব্যর্থ হয় তবে গ্রাহকের কিন্তু অন্য কোথাও যাবার উপায় থাকেনা। কেননা যে কোম্পানি থেকে সে হোস্টিং সেবা গ্রহণ করেছে সেই কোম্পানিটি এদেশের নয়। ফলে ভালো মানের সেবা ছাড়া দূর দেশের একটি কোম্পানির ওপর নির্ভরশীল হওয়া ছাড়া এবং অন্ধ বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় নেই। অন্যদিকে নেইমচিপ এমন একটি হোস্টিং কোম্পানি যেখানে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলার পরে আপনার আর কোন ধরনের সমস্যা হবে না। সহজ এবং পরিচ্ছন্ন ড্যাশবোর্ডে প্রবেশের পর আপনি নিজ থেকেই বুঝতে পারবেন কোন অপশনটি ব্যবহার করলে আপনার কোন সেবাটি নিশ্চিত হবে।
ডোমেইন কিংবা হোস্টিং ক্রয়, ডোমেইন ট্রান্সফার, ডোমেইন-হোষ্টিং রিনিউ বা নবায়ন, নবায়নের শেষ তারিখ ইত্যাদি প্রাথমিক যে জিজ্ঞাসা বা অনুসন্ধান সেগুলো আপনি খুব সহজেই ড্যাশবোর্ডে প্রবেশের সাথে সাথেই দেখতে পারবেন।

Cpanel ফিচারস

নেইমচিপ ড্যাশবোর্ড থেকেই আপনি আপনার ওয়েবসাইটের সি-প্যানেলে প্রবেশ করার সুযোগ পাবেন। এখান থেকে সি-প্যানেলে প্রবেশের পর আপনি প্রচলিত যে সি-প্যানেল ইন্টারফেস রয়েছে সেটি দেখতে পারবেন।
আজকের দিনে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট তৈরির সফটওয়্যার। সি-প্যানেলে প্রবেশের পর আপনি এক ক্লিকেই আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন।

ইমেইল সেবা

ব্যবসা-বাণিজ্য বলি কিংবা অফিস সকল ক্ষেত্রেই যোগাযোগ রক্ষা অথবা ডকুমেন্ট প্রেরণে ইমেইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে ক্ষেত্রে ইমেইল সেবার উপরে আজকের যুগে আমাদের সকলকেই খুব বেশি পরিমাণে নির্ভরশীল থাকতে হয়। এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন এবং দ্রুতগতির ইমেইল আদান প্রদানের জন্য নেইমচিপ এর জুড়ি নেই।
একটি বিশেষ সুবিধার কথা না বললেই নয় সেটি হচ্ছে অন্যান্য হোস্টিং কোম্পানি গুলোর সি-প্যানেলে ইমেইল সার্ভিসটি কে অনেক সময় নিজের মতো করে কনফিগার করে নিতে হয়। ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে খুবই কমন একটি ঝামেলায় পড়তে হয় অধিকাংশ ব্যবহারকারীকে। বিশেষ করে ‍SEND & RECEIVE একটি কমন সমস্যা। এদিক থেকে নেইমচিপে এ ধরনের কোনো ঝামেলা নেই। বাই ডিফল্ট এটি কনফিগার করা থাকে। একেবারে শুরু থেকেই আপনি আপনার ইমেইল সার্ভারটি ব্যবহার করতে পারবেন কোন প্রকার কাস্টমাইজেশন এডিট বা কনফিগার ছাড়া।

Beginner's ফ্রেন্ডলি

অনেক সময় গ্রাহক তার ডোমেইন নেইম সার্ভার গুলোর ব্যবহার বা পরিবর্তন এডিট করার প্রয়োজন বোধ করে থাকে। এক্ষেত্রে নেইমচিপ ড্যাশবোর্ডে প্রবেশ করলেই সেই অপশনগুলো আপনি খুব সহজেই খুজে পাবেন এবং এখান থেকে Name Server গুলো পরিবর্তন করা খুবই সহজ বিষয়।
edutechinfobd.blogspot.com

স্পিড বা গতি

নেইমচিপ এর অফিশিয়াল ওয়েবসাইটে তাদের প্যাকেজ গুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আনলিমিটেড ব্যান্ডউইথ লিখা আছে সে ক্ষেত্রে স্পিড নিয়ে বা আপনার ওয়েবসাইটের গতি নিয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই। শুধু তাই নয়, এখানে আপনি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করতে পারবেন যেটি আপনার ওয়েবসাইটের গতিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিবে।

নিরাপত্তা

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে না যদি আপনি কোন ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে খুব সহজেই হ্যাকারদের দ্বারা আক্রান্ত হতে পারেন। ধরুন আপনি হয়তো আপনার ওয়েবসাইটটিকে একটি অনলাইন শপ এ পরিণত করতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনার কাস্টমারদের প্রতি আপনার দায়বদ্ধতা বেড়ে যাবে অনেক গুণ। কেননা কাস্টমারদেরকে তাদের ব্যবহারিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে খুব সহজেই ক্রেতারা আপনার অনলাইন শপ থেকে অন্যত্র চলে যাবে ফলে আপনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া অনলাইন শপগুলোর এক্ষেত্রে পেমেন্ট মেথড একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি যদি নিরাপদ এবং নির্ভরযোগ্য কোনো হোস্টিং থেকে পরিচালনা করা না হয়ে থাকে সেক্ষেত্রে অতি অল্প সময়ের মধ্যেই আপনার ওয়েবসাইটে হ্যাকারদের দ্বারা আক্রান্ত হবে এবং এটি একটি নিশ্চিত বিষয়। সেক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য একটি ওয়েব হোস্টিং হলো নেইমচিপ।

এছাড়াও HTTPS বা SSL সার্টিফিকেট প্রথম বছরের জন্য বিনামূল্যে দিয়ে থাকে। উপরের ছবিটির মত আপনার ওয়েবসাইটে এই ধরনের একটি সিকিউর কানেকশনের সবুজ প্যাডলক থাকবে যা ক্রেতাগণকে নিরাপদে আপনার সাইটটি ব্যবহারের জন্য আকৃষ্ট করবে।

ঝামেলাহীনভাবে ডোমেন ক্রয় করুন


0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__