Saturday, June 19, 2021

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

 

edutechinfobd.blogspot.com

১. বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংগের ইউনেস্কো ঐতিহ্যের তালিকায় অন্তভুক্ত হয়?

উ: মঙ্গল শোভাযাত্রা

২. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

উ: রাজশাহী

৩. বাংলাদেশের জাতীয় সংসেদর আসন কয়?

উ: ৩৫০টি

৪. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উ: ২৬ মার্চ

৫. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?

উ: যুক্তরাষ্ট্র

৬. বাংলা ভাষােক দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উ:  সিয়েরা লিয়ন 

৭. সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?

উ: পাবনা

৮. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

উ: সিলেট

৯.  নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উ: ৬.১৫ কিমি

১০. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? 

উ: রাঙ্গামাটি

১১.বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?

উ: দক্ষিণ এশিয়া

১২ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি অর্জনের জন্য কোন সাল নির্ধারণ করা হয়েছে?

উ: ২০১৫

১৩. দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর?

উ: শিক্ষা ব্যবস্থা

১৪.বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?

উ: সন্ত্রাস ও জঙ্গিবাদ

১৫. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?

উ:  দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে

১৬. বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?

উ: ২৭

১৭. ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি এর সম্ভাব্য নতুন নাম কি?

উ:   টিপিপি মাইন্যাস ১

১৮ .ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?

উ:  অস্ট্রেলিয়া

১৯.  আল-শাবাব কোন দেশের সংগঠন?

উ:  সোমালিয়া

২০.  ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?

উ:  লিও

২১. ভারতে করোনাভাইরাস এর কারণে কয় রঙের ফাঙ্গাস দেখা দিয়েছে?

উ:  চার রঙের, যথা - সাদা, কালো,  হলুদ এবং সবুজ

২২.ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?

উ: ২০  জানুয়ারি, ২০১৭

২৩. AU কোন মহাদেশের সংগঠন?

উ:  আফ্রিকা

২৪. NATO এর সদর  দপ্তর কোথায়?

উ:  বেলজিয়াম

২৫.  সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?

উ:  ইন্দোনেশিয়া

২৬. গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত?

উ:  কিউবা

২৭.  দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?

উ: পানামা খাল

২৮.  এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

উ:  নেপাল

২৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত?

উ: ২০১৬ থেকে ২০৩০

৩০. সম্প্রতি বাংলাদেশ সরকার কতটি মডেল মসজিদ নির্মাণ করছেন?

উ: ৫৬০টি

৩১. জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?

উ: মশা

৩২. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?

উ:  বুধ

৩৩. GMT  মানে কী?

উ: Greenwich Mean Time

৩৪.  নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

উ:  পরমাণু শক্তি

৩৫. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?

উ: মহাকাশ  গবেষণা

৩৬.  সর্বশেষ 2017 সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উ:  মরক্কোর  মারাক্কেশ

৩৭. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উ: ভারত

৩৮.সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন

উ:  ধর্মপাল

৩৯. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?

উ: হান্টার কমিশন

৪০. পারকি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?

উ:  চট্টগ্রাম

৪১.বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে -

উ: সিয়েরা লিয়ন

৪২. বঙ্গবন্ধুর ছয় দফা দাবি পেশ করেন কত সালে?

উ: ১৯৬৬  সালে

৪৩. টলি সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?

উ:  ধীরেন্দ্রনাথ দত্ত

৪৪. শ্যালা নামক নদীটি কোথায় অবস্থিত?

উ:  সুন্দরবন

৪৫. উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গেছে?

উ:  নরসিংদী

৪৬. সূর্য হতে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?

উ:  ৮ মিনিট ১৬ সেকেন্ড

৪৭.বীরবিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?

উ: ১৭৫ জন

৪৮. বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?

উ: আগারগাঁও

৪৯.বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন -

উ:  অ্যাটর্নি জেনারেল

৫০. টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরান অর্জনকারী-

উ:  তামিম ইকবাল

৫১.বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায়?

উ:  সিলেটের মালানি ছড়ায়

৫২.ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয়-

উ:  গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ কে

৫৩.তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?

উ: ১৯৬২ সালে

৫৪. বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?

উ: ১১১টি

৫৫.বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস?

উ: কার্বন মনোক্সাইড

৫৬. জিকা ভাইরাস সর্বপ্রথম কোন দেশে ছড়ায়?

উ: ব্রাজিল

৫৭. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?

উ: ১:৭০০

৫৮.ফেসবুক প্রতিষ্ঠা হয় কত সালে?

উ: ২০০৪  সালে 

৫৯.অলিম্পিকে মহিলাদের প্রতিযোগিতায় সুযোগ দেয়া হয় কত সালে?

উ: ১৯০০ সালে

৬০.বাংলাদেশের যে জেলাকে ভেনিস অফ বেঙ্গল বলা হয়-

উ: বরিশালকে

৬১. প্রাচ্যের অক্সফোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে?

উ: ১৯২১ সালে

৬২. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে-

উ: ইউনেস্কো

৬৩. বাংলাদেশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে পূর্ণ সদস্য পদ লাভ করে কত সালে?

উ: ২০০৪ সালে

৬৪.পঞ্চম বারের মতো ব্যালন ডি আর জয় করেছেন কোন খেলোয়াড়?

উ: রোনালদো

৬৫.কোন দেশটির সবচেয়ে বেশি সংখ্যক দেশের সাথে সীমান্ত রয়েছে? 

উ:  চীনের

৬৬.গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট কোন দেশে অবস্থিত? 

উ:  অস্ট্রেলিয়া

৬৭.ডিরেক্ট ডেমোক্রেসি চালু আছে কোন দেশে?

উ:  সুইজারল্যান্ড

৬৮.আইপিসিসি সংগঠনটি কোন ইস্যু নিয়ে কাজ করে?

উ: পরিবেশ

৬৯. OTC মানে কি?

উ: Over the counter

৭০.পটার সিরিজের লেখিকার নাম কি?

উ: জে কে রাউলিং

৭১.আইএমএফ কার অঙ্গ সংগঠন?

উ: বিশ্ব ব্যাংক

৭২.বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি?

উ: ব্র্যাক অন্বেষা

৭৩. বাংলাদেশ সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে কোন দেশ থেকে?

উ: চীন

৭৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

উ: এ এইচ এম কামরুজ্জামান

৭৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

উ: বাঙালি জাতীয়তাবাদ

৭৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে কে যুক্ত ছিলেন না?

উ: নবাব স্যার সলিমুল্লাহ

৭৭.  জুম চাষ হয় কোথায়?

উ: খাগড়াছড়িতে

৭৮. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে?

উ: ১৯৭৪ সালে

৭৯. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটি?

উ: বাংলাদেশ কৃষি ব্যাংক

৮০. প্রাচীন বাংলার হরিকেল জনপদ কোন অঞ্চলভুক্ত এলাকা?

উ: চট্টগ্রাম

৮১. মোগল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?

উ: সম্রাট বাবর

৮২. আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে?

উ: জাতীয় সংসদ

৮৩.  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার নূন্যতম বয়স সীমা কত?

উ: ৩৫  বছর

৮৪. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

উ: ১৫

৮৫. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?

উ:  তিনটি

৮৬. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উ: ১৯৯৭

৮৭. ২০২২  সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?

উ: কাতার

৮৮. পিং পং এর অর্থ কি?

উ: টেবিল টেনিস

৮৯. কোনটি জাতিসংঘের সহযোগী সদস্য সংগঠন নয়?

উ: ASEAN ( আশিয়ান)

৯০. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ: কাঠমুন্ডু

৯১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি ধরনের কার্যক্রমের সাথে সংযুক্ত?

উ: মানবাধিকার

৯২. মায়ানমারের রোহিঙ্গারা কত সালে তাদের নাগরিকত্ব হারায়?

উ: ১৯৮২ সালে 

৯৩.উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উ: নাটোরে

৯৪. লালন ফকিরের জন্মস্থান কোথায়?

উ: কুষ্টিয়া

৯৫. সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উ: হবিগঞ্জ

৯৬. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে?

উ: মোনায়েম সরকার

৯৭. পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?

উ: মোনায়েম সরকার

৯৮. বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?

উ: পাবনা

৯৯. বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উ: হরিপুর

১০০. বাংলাদেশ- বার্মা সীমান্ত নদী কোনটি?

উ: নাফ নদী



0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__