Saturday, February 6, 2021

NCTB Textbook for all classes | সকল শ্রেণির পাঠ্যপুস্তক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যা এনসিটিবি (NCTB-National Curriculum & Textbook Board) নামে পরিচিত। দেশের সর্বস্তরের তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিমার্জন ও মুদ্রণের মতো গুরুত্বপূর্ণ কাজটি এনসিটিবি করে থাকে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জনের জন্য শীর্ষ প্রতিষ্ঠান এবং যা জাতীয় শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন উপকরণের উন্নয়ন ও পরিমার্জনের কাজ করে থাকে। এছাড়া এনসিটিবি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পাদন করে থাকে। পাঠ্যপুস্তক মুদ্রণের সংখ্যা অনুসারে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান। অধিকন্তু এটিই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সবচেয়ে বড় স্ব-শাসিত প্রতিষ্ঠান।

যুগোপযোগী ও আধুনিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার পাঠ্যপুস্তকসমূহকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। ২০২০ সালে পূর্বের পাঠ্যপুস্তকগুলোকে সংস্কার ও পরিমার্জনের কাজ শুরু করে ২০২১ সালে শিক্ষার্থীদের হাতের তার আংশিক তুলে দেওয়া হয়। করোনার কারণে পুরো কাজটি শেষ হবে কিছুটা বিলম্ব হয়। তবে পাঠ্যপুস্তকগুলো সহজবোধ্য আকর্ষণীয় ও যুগোপযোগী করতে পুরো কারিকিউলামটাকে সংস্কারের কাজ চলছে। নিম্নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের তালিকা শ্রেণিভিত্তিক ভাবে পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হলো।
নির্দিষ্ট শ্রেণির উপর ক্লিক করলে উক্ত শ্রেণির তালিকা প্রদর্শিত হবে। সেখান থেকে বিষয় ভিত্তিক পাঠ্যপুস্তক ডাউনলোড করা যাবে কিংবা অনলাইনে পাঠ করা যাবে।

প্রাথমিক স্তর


মাধ্যমিক স্তর


যেহেতু বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারজাত হয় না, তাই বইগুলোকে কোন লাইব্রেরি থেকে ক্রয়ও করা যায় না। ফলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হারিয়ে গেলে কিংবা কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে বিকল্প উপায়ে তা পাবার উপায় হচ্ছে পাঠ্যপুস্তকগুলোকে অনলাইন (এনসিটিবি) থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেয়া। এই কাজটি শিক্ষার্থীদের নিজ দায়িত্বেই করতে হবে। আর তাই তো পাঠ্যপুস্তকগুলো অনলাইনে আপলোড করা হয়ে থাকে।

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__