Wednesday, May 15, 2019

ফ্রি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট | Free responsive Blogger Template

ব্লগার একটি অত্যন্ত জনপ্রিয় প্লাটফর্ম যেখানে ফ্রিতে নিজের ব্লগ সাইট কিংবা ওয়েবসাইট তৈরি করা যায়। অবশ্য ভালো ধারণা থাকলে এখানে অনেক প্রফেশনাল ওয়েবসাইটও তৈরি করা সম্ভব। তবে আমরা অধিকাংশই বিভিন্ন ধরণে ফ্রি টেমপ্লেট বা থিম ব্যবহার করে অভ্যস্ত। আর সেই বিবেচনা আপনাদের জন্য একটি সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি বুটস্ট্র্যাপ ৪ ভার্সন ব্যবহার করে একটি থিম এখানে আপলোড করা হলো।
the-smartest.com

-থিমটির বৈশিষ্ট্য-
  • সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি
  • বুটস্ট্র্যাপ 4 ভার্সন
  • ফাস্ট লোডিং
  • লাইট ওয়েট
  • কোন প্রকার এনক্রিপ্টেড কোড ব্যবহার করা হয়নি
সর্বোপরি, এটি সম্পূর্ণ ফ্রি। এবং এটি আমার প্রথম তৈরি করা থিম। তাই আপনাদের মতামত আশা করবো। যাতে করে কোন সমস্যা থাকলে তা দূর করা যায়। অর্থাৎ আপডেট করার চেষ্টা করবো।
আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গেছেন যে, ব্লগার অনলাইন থেকে আয়ের একটি অন্যতম প্রধান উৎসও বটে। ভালো মানের একটি ব্লগ তৈরি করে তাতে নিয়মিত কনটেন্ট লিখে গুগল থেকে অ্যাডসেন্সের অনুমোদন নিয়ে অনেকেই ভালো অর্থ আয় করছে। আপনিও চাইলে একই উপায়ে অর্থ আয় করতে পারেন।

-থিম আপলোডের নিয়মাবলি-
  1. প্রথমে টেমপ্লেটটি ডাউনলোড করে জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন
  2. জি-মেইল দিয়ে ব্লগারে লগিইন করুন
  3. ড্যাশবোর্ড থেকে Theme অপশনে ক্লিক করুন
  4. দৃশ্যমান পেইজের উপরের ডানদিকের Backup/ Restore অপশনটিতে ক্লিক করুন
  5. এরপর Browse এ ক্লিক করে আপনার ফাইলটির লোকেশন থেকে থিমটি সিলেক্ট করুন
  6. Upload এ ক্লিক করুন
  7. আপনি সফলভাবে আপনার থিমটি আপলোড করতে সক্ষম হয়েছেন এবং আপনার সাইটটি ভিজিট করুন

ডাউনলোড করুন নিচের লিংক থেকে:


-এই সাইটটির থিম-
অন্যদিকে, এই সাইটটিতে ব্যবহৃত থিমটি পেতে চাইলে ক্লিক করুন। এই সাইটটিও সম্পূর্ণ রেসপন্সিভ। উপরের থিমটি ফ্রি হলেও এই থিমটি আপনাকে ক্রয় করতে হবে। মাত্র ৪০০ /- (চারশত টাকা মাত্র)।


0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__