Wednesday, June 28, 2017

Voice Change for JSC and SSC

Voice Change is nothing but  
Be Verb + V3 (Past Participle form of Verbs).
অর্থাৎ Voice Change হলো Be verb এর সাথে মূল Verb এর Past Participle form এর ব্যবহার মাত্র। আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত ধারণা হলো Voice বলতে বাক্যে By এর উপস্থিতি। প্রকৃতপক্ষে বিষয়টি ভুল ধারণা। যেমন- 1) The pen has been stolen. 2) Rice is being eaten by me.
উপরের দুটি বাক্যই Passive Voice এর উদাহরণ। যদিও একটিতে By আছে, অপরটিতে নেই। কিন্তু বাক্য দুটিই Passive Voice হওয়ার মূল শর্ত পূরণ করেছে। বাক্য দুটিতে মোটা অক্ষরে লেখা থেকে বোঝা যাচ্ছে যে, তারা Be+V3 এই শর্তটি পূরণ করেছে।
Be Verbs :: am/ is/ are/ was/ were/ being/ been/ be (Total-8) + V3.
Some more examples: is completed, was done, can be taken, have been being made, etc.


    Basically, Voice is the quality of a verb where in some cases based on the verb, Subject is given priority and is some cases, Object is given priority in the sentences. From this point of view, there are two types of voice.
    কাজেই বলা যায়, Voice হলো Verb এর এমন একটি গুণ/ অবস্থা যা কখনো বাক্যের Subject কে গুরুত্ব দেয় আবার কখনো Object কে গুরুত্ব দেয়। আর এই বিবেচনায় Voice দুই প্রকার।
    •  Active Voice :: যেখানে বাক্যের কর্তা (Subject) নিজে কাজ করে কিংবা সরাসরি কাজ করে। Here the subject of the sentence acts directly. Example :: He plays football.
    • Passive Voice :: যেখানে বাক্যের Object কে দিয়ে কাজ করানো হয়। এখানে কর্তা বা Subject এর গুরুত্ব কম থাকে। Example :: Football is played by him
    Basic structure for changing voice is : 
     Object ➜ Subject+ Auxiliary verb + Be verb + Past Participle of Main verb+ Preposition (by/ with/ to / at, etc.) + Subject Object.
     অথবা সংক্ষেপে,  
    O S + A.V. + Be verb + V3 + by + S O. 
     Example: Active: The boy is reading a book. 
    Passive: A book is being read by the boy. 
    আমরা সাধারণত তিন প্রকার বাক্যের Voice Change করে থাকি। সেগুলো হলো- Assertive, Interrogative and Imperative sentences. 
    উপরের ৮টি Be Verb-কে নিম্নোক্ত ৫টি ভাগে ভাগ করে Passive Voice-এ প্রয়োগ করতে হয়।

    Clues
    Be Verbs
    Examples
    Present Indefinite
    am/ is/ are
    Rice is eaten by me.
    Past Indefinite
    was/ were
    Rice was eaten by me.
    Perfect Tense
    been
    Rice has/ have/ had been eaten by me.
    Continuous Tense
    being
    Rice is/ was being eaten by me.
    Modal Auxiliary
    be
    Rice can be eaten by me.
    • Modal Auxiliaries :: can/ could/ may/ might/ will/ would/ shall/ should/ must/ need/ dare/ ought to, etc + be + V3. [ অর্থাৎ Modal Auxiliaries এর পরে 'be' এবং তারপরে ‘V3' যোগ করতে হয়।]
    • Perfect বলতে যে কোন ধরণের Perfect Tense-কে বোঝানো হয়েছে। অর্থাৎ Present perfect/ Past perfect/ Future perfect tense-এর ক্ষেত্রে has/ have/ had এর পরে ‘been' এবং তারপরে 'V3' যোগ করতে হয়।
    • Continuous বলতে যে কোন Tense এর Continuous Tense কে বোঝানো হয়েছে। অর্থাৎ Present/ Past/ Future Continuous Tense এর ক্ষেত্রে যথাক্রমে am/ is/ are/ was/ were/ shall be/ will be এরপরে 'being' এবং তারপর 'V3' যোগ করতে হয়।
    • মনে রাখতে হবে Present Indefinite এবং Past Indefinite Tense দুটিতে ‍'am/ is/ are' একই সাথে Auxiliary Verb ও Be Verb এর কাজ করে থাকে।
    🔄1. Assertive Sentence
    Assertive Sentence এর ক্ষেত্রে Passive করার সময় উপরের Basic Structure-টি প্রযোজ্য।
    Example↴
    Active Voice :: We are going to make a garden.
    Passive Voice :: A garden is going to be made by us.
    Active Voice :: We learnt voice change.
    Passive Voice :: Voice change was learnt by us.
    🔄2. Interrogative Sentence
    Interrogative Sentence এর ক্ষেত্রে Passive করার সময় উপরের Basic Structure-টি প্রযোজ্য; শুধু মাত্র Auxiliary Verb-টি বাক্যের শুরুতে বসবে। লক্ষ রাখতে হবে, Interrogative Sentence দুই প্রকারে গঠিত হয়। এক, Auxiliary verb যোগে এবং দুই, WH-word (wh-words = interrogative adverbs-ও বলা হয়। WH-words : What/ where/ who/ which/ when/ whom/ why/ how, etc.) যোগে গঠিত হয়।
    Example↴
    Active Voice :: Have you done the work?
    Passive Voice :: Has the work been done by you?
    লক্ষণীয় যে, Active voice-টি Have দ্বারা শুরু হয়েছে। কেননা, You এর সাথে Have বসে। কিন্তু Passive voice এ Subject পরিবর্তিত হওয়ায় The work এর সাথে Has বসেছে। আর Present Perfect Tense হওয়ায় AV এর পরে Be verb হিসেবে Been বসেছে।
    Active Voice :: Will you take tea?
    Passive Voice :: Will tea be taken by you?
     Modal Auxiliary verb 'Will' দ্বারা Active voice টিতে প্রশ্ন করায় তা সব ধরণের Subject এর সাথে বসবে। কেননা আমরা জানি Modal Auxiliary Subject ভেদে একই থাকে বা পরিবর্তিত হয় না।
    Active Voice :: Do you know me?
    Passive Voice :: Am I known to you?
    এখানে Active voice Present Indefinite Tense হওয়ায় উপরের টেবিলের ক্লু অনুযায়ী Auxiliary & Be verb হিসবে Am/ Is/ Are যে কোন একটি বসবে কর্তার সাথে মিল রেখে। Object 'me' Subject এ বসায় 'me' এর Subjective রূপ 'I' হয়ে বসেছে। 'Know' এর সাথে preposition 'to' বসে, তাই 'by' বসেনি।

    WH-words যুক্ত Interrogative sentence কে Passive করার নিময়

    WH-Words
    Structure
    Examples
    Who
    By whom+ AV + be verb + subject+ Vpp?
    Active: Who did this work?
    Passive: By whom was this work done?
    Whom
    Who+ AV + be verb+ Vpp+ by+ subject> object?
    Active: Whom did you write?
    Passive: Who was written by you?
    What/Which
    What/Which+ AV + be verb + Vpp + by + Sub > Obj?
    Active: What does he want?
    Passive: What is wanted by him?
    Active: Which pen has Jisan wanted?
    Passive: Which pen has been wanted by Jisan?
    How
    How+ AV + O>S + be verb + Vpp + by + S>O?
    Active: How will you do it?
    Passive: How will it be done by you?
    • উল্লেখ্য, Which সর্বদা Noun এর পূর্বে বসে। তাই Which এর সাথে প্রদত্ত Noun থাকবে।
    • AV=Auxiliary Verb, VPP=Past Participle form of Verb
    🔄3. Imperative Sentence
    নিম্নোক্ত তিনটি উপায়ে Imperative sentence এর Passive Voice করা যায় ::
    Clues
    Structure
    Examples
    শুধু মাত্র Verb দ্বারা শুরু হলে
    Let + O>S + be + Vpp.
    Active: Do the work.
    Passive: Let the work be done.
    Verb + I/O দ্বারা শুরু হলে
    Let + O>S + be + Vpp + for + I/O.
    Active: Buy her a pen.
    Passive: Let a pen be bought for her.
    Let + I/O দ্বারা শুরু হলে
    Let + O>S + be + Vpp + by + I/O.
    Active: Let me do the work.
    Passive: Let the work be done by me.
    • উপরের তিনটি গঠনকে একটিতে পরিণত করলে দাঁড়ায় : Let + O->S + be + VPP + by/ for + I/O (Subject -> Object).
    • I/O = Indirect Objects যেগুলো ব্যক্তিবাচক object কে বোঝায়, যেমন- me/ you/ her/ him/ us/ them ইত্যাদি।

    0 comments:

    __আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__