বৃদ্ধিপ্রাপ্ত পদগুলোতে (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মোতাবেক) নিয়োগের বিষয়ে নির্দেশনা দিয়ে উক্ত পত্রটি জারি করা হয়।
বৃদ্ধিপ্রাপ্ত পদগুলো হল:
- সহকারি শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০১৮-১৯ অর্থবছর থেকেই নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০।
- সহকারি শিক্ষক ( ভৌত বিজ্ঞান) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবে এবং ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
- সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
- সহকারি শিক্ষক (ইংরেজি) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০২০-২১ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
- কম্পিউটার ল্যাব সহকারি পদে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে নিয়োগ দেওয়া যাবে ২০২০-২১ অর্থবছরে। এক্ষেত্রে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব (শেখ রাসেল ডিজিটার ল্যাব) চালু থাকলেই কেবল নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে। নিয়োগপ্রাপ্ত পদের বেতন কোড হবে ১৬।
- সহকারি শিক্ষক (বাংলা) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০২১-২২ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
- নৈশ প্রহরী নিয়োগ দেওয়া যাবে ২০২১-২২ অর্থবছর থেকে যেটি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে। বেতন কোড হবে ২০।
- পরিচ্ছন্ন কর্মী নিম্ন মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে এবং অর্থবছর ২০২১-২২ থেকে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে। বেতন গ্রেড হবে ২০।
- সহকারি শিক্ষক (চারু ও কারুকলা) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে এবং কার্যকরী হবে ২০২২-২৩ অর্থবছর থেকে। বেতন গ্রেড/কোড হবে ১০। বিএড না থাকলে বেতন গ্রেড হবে ১১।
শর্তসমূহ:
১। নির্ধারিত আর্থিক বছরের আগে কোন নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে না।
২। শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৩। এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত পত্র জারির তারিখ থেকে কার্যকর হবে।
ডাউনলোড করুন
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__