Wednesday, October 2, 2019

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদসমূহ | New post created for Non-Govt school and college

গত ০৪ আগস্ট, ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদসমূহে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশ প্রদান করে একটি পরিপত্র জারি করেন। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১২/০৬/২০১৮ খ্রি. তারিখে জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ২৪ (ঘ) ধারায় উল্লেখ রয়েছে যে, “এ নীতিমালার  আওতায় বৃদ্ধিপ্রাপ্ত পদে নিয়োগের বিষয়ে সরকার পৃথক আদেশ জারি করবে।” এ প্রেক্ষিতে এমপিওভুক্ত বেসরকারি স্কুল/স্কুল এন্ড কলেজ-এ প্যাটার্নভুক্ত বৃদ্ধিপ্রাপ্ত পদগুলোতে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় সূত্রোক্ত পত্র জারি করে।
বৃদ্ধিপ্রাপ্ত পদগুলোতে (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মোতাবেক) নিয়োগের বিষয়ে নির্দেশনা দিয়ে উক্ত পত্রটি জারি করা হয়।



বৃদ্ধিপ্রাপ্ত পদগুলো হল:

  1. সহকারি শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০১৮-১৯ অর্থবছর থেকেই নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০।
  2. সহকারি শিক্ষক ( ভৌত বিজ্ঞান) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবে এবং ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
  3. সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
  4. সহকারি শিক্ষক (ইংরেজি) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০২০-২১ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
  5. কম্পিউটার ল্যাব সহকারি পদে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে  নিয়োগ দেওয়া যাবে ২০২০-২১ অর্থবছরে। এক্ষেত্রে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব (শেখ রাসেল ডিজিটার ল্যাব) চালু থাকলেই কেবল নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে। নিয়োগপ্রাপ্ত পদের বেতন কোড হবে ১৬। 
  6. সহকারি শিক্ষক (বাংলা) নিম্ন মাধ্যমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ২০২১-২২ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন গ্রেড হবে ১০। তবে বিএড ডিগ্রি না থাকলে বেতন কোড হবে ১১।
  7. নৈশ প্রহরী নিয়োগ দেওয়া যাবে ২০২১-২২ অর্থবছর থেকে যেটি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে। বেতন কোড হবে ২০।
  8. পরিচ্ছন্ন কর্মী নিম্ন মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে এবং অর্থবছর ২০২১-২২ থেকে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে। বেতন গ্রেড হবে ২০।
  9. সহকারি শিক্ষক (চারু ও কারুকলা) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য হবে এবং কার্যকরী হবে ২০২২-২৩ অর্থবছর থেকে। বেতন গ্রেড/কোড হবে ১০। বিএড না থাকলে বেতন গ্রেড হবে ১১।
শর্তসমূহ:
১। নির্ধারিত আর্থিক বছরের আগে কোন নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে না।
২।  শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৩। এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত পত্র জারির তারিখ থেকে কার্যকর হবে। 

ডাউনলোড করুন

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__