Monday, September 23, 2019

EMIS সার্ভারে প্রবেশের বিকল্প লিংক | Alternative Links

EMIS (ইএমআইএস) হলো বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের এমপিওভুক্তিকরণ এবং এ সংক্রান্ত অন্যান্য অনলাইন সহায়ক একটি অতি গুরুত্বপূর্ণ সার্ভার। মাঝে মাঝে সিস্টেম বা সার্ভার আপডেট করার জন্য এই সাইটটি ডাউন থাকে। ফলে শিক্ষকদের ও এই সার্ভার ব্যবহারকারী সংশ্লিষ্টদের সমস্যায় পড়তে হয়। কাজেই ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই সার্ভারে প্রবেশের জন্য বিকল্প একটি ব্যবস্থা রেখেছে। বর্তমান নিয়ম মোতাবেক প্রতি বেজোড় মাসে এমপিও সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে শিক্ষকদের এমপিওভুক্তির ঘোষণা আসে। আর এই এমপিও-র জন্য শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হয়। এবং তা অবশ্যই প্রতি জোড় মাসের ১০ তারিখের মধ্যে। উক্ত সময়ের পরে আবেদন করলে তার পরবর্তী এমপিও সভায় গৃহীত হয় না। ফলে সার্ভারটির সার্বক্ষণিক সচল থাকা অত্যন্ত প্রয়োজন। শুধু এমপিওভুক্তি নয় বদলি, ইনডেক্স পরিবর্তন, কোন ধরণের সংশোধন ইত্যাদিও এই সার্ভারের মাধ্যমেই হয়ে থাকে। কাজেই অতি জরুরি সময়কালে যেন কোন শিক্ষককে তার ব্যক্তিগত কাজে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেই দিকটা বিবেচনা করে কর্তৃপক্ষ এই বিকল্প সার্ভারের ব্যবস্থা করেছেন। এতে অবশ্যই দেশের সকল শিক্ষক উপকৃত হচ্ছেন।
EMIS এর মূল সার্ভারে প্রবেশের জন্য এখানে ক্লিক করুন
 নিচের বিকল্প সার্ভারে প্রবেশের লিংকসমূহ দেওয়া হলো।


Online Application MPO

Enlisted Teachers/Employee for MPO

Institution Management System (IMS)

College Management Information System (PDS)

Performance Based Management (PBM)

0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__