Sunday, September 22, 2019

ICT MCQ SSC- ২য় অধ্যায় (পর্ব-৪)


এই পোস্টে আমরা নবম শ্রেণির আইসিটি পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়টির এমসিকিউগুলো জানবো। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য ডায়নামিক নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করা হয়েছে। অর্থাৎ সাথে সাথেই এর উত্তর সমূহ শিক্ষার্থীর জানতে পারবে। কতটি উত্তর সঠিক হলো সেটিও সাথে সাথে জানতে পারবে। এবং বারংবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের পাঠ্য জ্ঞানকে সুদৃঢ় করতে পারবে।


এ অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা-
  • কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
  • সফটওয়্যার আনইনস্টল এবং ডিলিট এর পাথর্ক্য বর্ণনা করতে পারবে;
  • কম্পিউটার, তথ্য ও উপাত্ত ও সফটওয়্যার এর নিরাপত্তা পাসওয়ার্ড ও এন্টিভাইরাস ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
  • সাধারণ ও সামাজিক সাইটগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে;
  • অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করতে পারবে;
  • অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবে;
  • সফটওয়্যার পাইরেসির বিষয়টি বর্ণনা করতে পারবে;
  • কপিরাইট আইনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
  • ইন্টারনেটে তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে নিরাপত্তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে;
  • কম্পিউটারের ট্রাবলশ্যুটিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
  • পাসওয়ার্ডের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে; এবং
  • কম্পিউটারের সাধারণ সমস্যার ট্রাবলশ্যুট করতে পারবে।
এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠসমূহ-
কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব; সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন; নিজের কম্পিউটারের নিরাপত্তা - কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস; পাসওয়ার্ড, ওয়েবে নিরাপদ থাকা; কম্পিউটার গেমে আসক্তি; আসক্তি থেকে মুক্তির উপায়; পাইরেসি; কপিরাইট আইনের প্রয়োজনীয়তা; সাধারণ ট্রাবলশ্যুটিং।



অনুশীলন পর্ব ৫

পূর্ববর্তী অনুশীলন পর্বসমূহ



0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__