Monday, February 18, 2019

BCS Preliminary MCQ- বাংলাদেশ বিষয়াবলি (২)

বাংলাদেশ বিষয়াবলি-পর্ব (২)

দেশে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা যেমন-বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের এই অনলাইন অনুশীলন প্রকাশ। অনুশীলন করার সময় আপনার সঠিক উত্তরের অপশনগুলো লিখে রাখুন এবং প্রতি ২০টি প্রশ্নের জন্য নিম্নে প্রদত্ত উত্তরসমূহের সাথে মিলিয়ে নিন।
১০১। মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়?
ক) মেদেনীপুরে খ) ব্যারাকপুরে গ) চট্টগ্রামে ঘ) আন্দামানে
১০২। কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধন সম্পদপূর্ণ নরক’ বলে অভিহিত করেন?
ক) ফা-হিয়েন খ) ইবনে বতুতা গ) হিউয়েন সাং ঘ) ইবনে খলদুন
১০৩। চিনা পরিব্রাজক (পর্যটক) ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন?
ক) ২০১-২১০ খ্রি: খ) ৪০১-৪১০ খ্রি: গ) ৭০২-৭০৮ খ্রি: ঘ) ৯০৫-৯১৪ খ্রি:
১০৪। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক) ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে খ) হিমালয়ের পাদ দেশে নেপালের দক্ষিণে গ) ভাগিরথী নদীর পশ্চিম তীরে ঘ) আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
১০৫। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
ক) বলভভাই প্যাটেল খ) অরবিন্দ ঘোষ গ) হাজী শরিয়তউল্লাহ্ ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১০৬। বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন?
ক) ফখরুদ্দিন ইলিয়াস শাহ্ খ) ফখরুদ্দিন মোবারক শাহ্ গ) ফখরুদ্দিন জহির শাহ্ ঘ) মোহাম্মদ ঘোরী
১০৭। রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়-
ক) ১৯৪৮ সালে খ) ১৯৪৯ সালে গ) ১৯৫১ সালে ঘ) ১৯৫২ সালে
১০৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সনে?
ক) ১৯৫৪ খ) ১৯৫৬ গ) ১৯৫৭ ঘ) ১৯৬১
১০৯। ৭ মার্চ, ১৯৭১ বিখ্যাত কেন?
ক) শেরে বাংলার ভাষণ খ) সোহরাওয়ার্দীর ভাষণ গ) মাওলানা ভাষাণীর ভাষণ ঘ) বঙ্গবন্ধুর ভাষণ
১১০। ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত-
ক) ডক্লিফ কমিশন খ) সাইমন কমিশন গ) লরেন্স কমিশন ঘ) ম্যাকডোনাল্ড কমিশন
১১১। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক) ইসলাম খান খ) রাজা মানসিংহ গ) মীর জুমলা ঘ) শায়েস্তা খাঁ
১১২। ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) এটলি খ) চার্চিল গ) ডিজরেইলি ঘ) গ্লাডস্টোন
১১৩। আওয়ামী মুসিলম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কোন পদে ছিলেন?
ক) যুগ্ম সম্পাদক খ) সম্পাদক গ) সহ-সভাপতি ঘ) কোনটিই নয়
১১৪। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সনে হয়েছিল?
ক) ১০৭৬ খ) ১৩৭৬ গ) ১১৭৬ ঘ) ১২৭৬
১১৫। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
ক) মৌয যুগ খ) শুঙ্গ যুগ গ) কুষাণ যুগ ঘ) গুপ্ত যুগ
১১৬। ‘বুলবুল-ই হিন্দ’ কাকে বলা হয়?
ক) তানসেনকে খ) আমীর খসরুকে গ) আবুল ফজলকে ঘ) গালিবকে
১১৭। শাহজাহানের কনিষ্ট পুত্রের নাম কী?
ক) দারা খ) মুরাদ গ) সুজা ঘ) আওরঙ্গজেব
১১৮। ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
ক) লর্ড কার্জন খ) লর্ড রিপন গ) লর্ড ডাফরিন ঘ) লর্ড লিটন
১১৯। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক) ১৯৪৭ খ) ১৯৬২ গ) ১৯৫৬ ঘ) ১৯৫২
১২০। বাংলাদেশের গৃহীত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট কোন সনে পাস হয়?
ক) ১৯৫০ খ) ১৯৫১ গ) ১৯৫২ ঘ) ১৯৬১


101-গ, 102-খ, 103-খ, 104-ক, 105-ঘ, 106-খ, 107-ঘ, 108-গ, 109-ঘ, 110-ক, 111-ঘ, 112-ক, 113-ক, 114-গ, 115-ঘ, 116-ক, 117-খ, 118-খ, 119-গ, 120-ক।

১২১। প্রথম বাংলা জয় করেন কে?
ক) বখতিয়ার খিলজি খ) আলাউদ্দিন খিলজি গ) আলাউদ্দিন হোসেন শাহ ঘ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
১২২। বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কাকে বলা হয়?
ক) অশোক খ) চন্দ্রগুপ্ত গ) মহাবীর ঘ) গৌতম বুদ্ধ
১২৩। কৌটাল্য কার নাম?
ক) প্রাচীন রাজনীতিবিদ খ) প্রাচীন অর্থশাস্ত্রবিদ গ) পন্ডিত ঘ) রাজকবি
১২৪। ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
ক) ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪ খ) ২২ মার্চ, ১৯৫৮ গ) ২০ এপ্রিল, ১৯৬২ ঘ) ২৩ মার্চ, ১৯৬৬
১২৫। ময়ূর সিংহাসন এর নির্মাতা কে?
ক) আকবর খ) শাহজাহান গ) হুমায়ূন ঘ) আওরঙ্গজেব
১২৬। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কবে?
ক) ১৯৪৭ খ) ১৯৫০ গ) ১৯৫২ ঘ) ১৯৬৪
১২৭। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কীসের জন্য বিখ্যাত?
ক) কবি খ) স্বাধীনতা সংগ্রামী গ) বিশিষ্ট লেখক ঘ) বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
১২৮। ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোন জেলা?
ক) ফরিদপুর খ) শরিয়তপুর গ) খুলনা  ঘ) যশোর
১২৯। ফকির আন্দোলনের নেতা কে?
ক) সিরাজ শাহ্ খ) মোহসিন আলী গ) মজনু শাহ ঘ) জহির শাহ্
১৩০। ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪৬ সালে গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৭ সালে
১৩১। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?
ক) ১৮৫৭ খ) ১৮৫৮ গ) ১৮৫৯ ঘ) ১৮৬০
১৩২। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
ক) বাহরাইন খ) ইরাক গ) মেক্সিকো ঘ) ইরান
১৩৩। ১৯০৫ ও ১৯২৩ সাল দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত?
ক) বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয় খ) খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন গ) বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন ঘ) গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
১৩৪। ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় কত সালে?
ক) ১৭৮৪ খ) ১৭৮৬ গ) ১৭৭৩ ঘ) ১৭৯০
১৩৫। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন-
ক) শশাঙ্ক খ) বখতিয়ার খিলজি গ) বিজয় সেন ঘ) গোপাল
১৩৬। কখন গুপ্ত সাম্রাজের পতন হয়?
ক) ৯ম শতকের শুরুতে খ) ৮ম শতকের পূর্বে গ) ৬ষ্ঠ শতকের শুরুতে ঘ) ৫ম শতকে
১৩৭। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ক) আবুল হাসেম খ) শেখ মুজিবুর রহমান গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
১৩৮। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন-
ক) শাহজাদা আজম খাঁ খ) নবাব শায়েস্তা খাঁ গ) যুবরাজ ঘ) সুবেদার ইসলাম খান
১৩৯। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?
ক) মুর্শিদকুলী খাঁ খ) ইসলাম খাঁ গ) শায়েস্তা খাঁ ঘ) ঈসা খাঁ
১৪০। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক) আর্য খ) মোঙ্গল গ) পন্ড্রু ঘ) দ্রাবিড়


121-ক, 122-ক, 123-খ, 124-ঘ, 125-খ, 126-খ, 127-ঘ, 128-ক, 129-গ, 130-খ, 131-খ, 132-ঘ, 133-ক, 134-ক, 135-ঘ, 136-গ, 137-ঘ, 138-ঘ, 139-গ, 140-ঘ।

১৪১। ‘পরিব্রাজক’ অর্থ কী?
ক) পর্যটক খ) পরিদর্শক গ) পরিচালক ঘ) কোনটিই নয়
১৪২। কোন মোঘল সম্রাট বাংলাকে ‘জান্নাতুল সুবাহ’ বলে আখ্যায়িত করেছিলেন?
ক) বাবর খ) হুমায়ূন গ) আকবর ঘ) জাহাঙ্গীর
১৪৩। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
ক) মেঘনা খ) গঙ্গা গ) যমুনা ঘ) সিন্ধু
১৪৪। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ক) দ্রাবিড় খ) নেগ্রিটা গ) ভোটচীন ঘ) অস্ট্রিক
১৪৫। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময়ে এদেশে আসেন?
ক) প্রথম চন্দ্রগুপ্ত খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ) তৃতীয় চন্দ্রগুপ্ত ঘ) কোনটিই নয়
১৪৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন কে?
ক) শাহ সুজা খ) মীর জাফর গ) ফররুখ শিয়ার ঘ) দ্বিতীয় শাহ্ আলম
১৪৭। বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
ক) কুমিল্লা জেলার দাউদকান্দি খ) ঢাকা জেলার বারিধারা গ) যশোর জেলার ঝিকরগাছা ঘ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
১৪৮। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?
ক) কাসিম খান খ) ইসলাম খান গ) মীর জুমলা ঘ) শায়েস্তা খাঁ
১৪৯। তিতুমীরের দূর্গের মূল উপাদান কী ছিল?
ক) ইট খ) পাথর গ) বাঁশ ঘ) কাঠ
১৫০। ‘মাৎসোন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
ক) ৫ম-৬ষ্ঠ শতক খ) ৬ষ্ঠ-৭ম শতক গ) ৭ম-৮ম শতক ঘ) ৮ম-৯ম শতক
১৫১। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
ক) সংস্কৃত খ) বাংলা গ) অস্ট্রিক ঘ) হিন্দি
১৫২। ছয় দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক) ঢাকায় খ) লাহোরে গ) করাচিতে ঘ) নারায়ণগঞ্জ
১৫৩। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
ক) মালিক কাফুর খ) বৈরাম খাঁন গ) শায়েস্তা খাঁ ঘ) মীর জুমলা
১৫৪। ছয় দফার কর্মসূচি ঘোষণা করেন-
ক) মাওলানা ভাসানী খ) কমরেড মুজাফফর আহম্মদ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৫৫। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন-
ক) বাবর খ) সুলতান মাহমুদ গ) মুহাম্মদ বিন কাসিম ঘ) মোহাম্মদ ঘোরী
১৫৬। ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোঘল সুবেদার কে ছিলেন?
ক) ইসলাম খান খ) ইব্রাহিম খান গ) শায়েস্তা খাঁ ঘ) মীর জুমলা
১৫৭। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে?
ক) ১৯০৫ খ) ১৯৫৭ গ) ১৯৪৭ ঘ) ১৮০৫
১৫৮। কোনটি প্রাচীন নগরী নয়?
ক) কর্ণসুবর্ণ খ) উজ্জয়নী গ) বিশাখাপট্টম ঘ) পাটালিপুত্র
১৫৯। বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
ক) লর্ড কর্ণওয়ালিস খ) লর্ড ক্লাইভ গ) নবাব মীর কাসেম ঘ) ওয়ারেন হেস্টিংস
১৬০। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) লর্ড কর্ণওয়ালিস খ) লর্ড বেন্টিঙ্ক গ) লর্ড ক্লাইভ ঘ) লর্ড ওয়াভেল


141-ক, 142-খ, 143-গ, 144-ঘ, 145-খ, 146-ঘ, 147-ঘ, 148-ঘ, 149-গ, 150-গ, 151-গ, 152-খ, 153-ক, 154-গ, 155-গ, 156-ক, 157-ক, 158-গ, 159-খ, 160-ক।

১৬১। নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
ক) জওহরলাল নেহেরু খ) মাওলানা আবুল কালাম আজাদ গ) মহাত্মা গান্ধী ঘ) কোনটিই নয়
১৬২। পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়?
ক) ১৯৬৫ খ) ১৯৬৯ গ) ১৯৬৩ ঘ) ১৯৭০
১৬৩। ইলা মিত্র অংশগ্রহণ করেন-
ক) ওয়াহাবী আন্দোলনে খ) নীল বিদ্রোহে গ) তেভাগা আন্দোলনে ঘ) সিপাহী বিদ্রোহে
১৬৪। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়?
ক) ২২ মার্চ, ১৯৮৩ খ) ২২ মার্চ, ১৮০৫ গ) ২২ মার্চ, ১৭৯৩ ঘ) ১৬ মার্চ, ১৭৯৬
১৬৫। শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক) ৫১৮ খ্রি: খ) ৭১২ খ্রি: গ) ৬০৬ খ্রিস্টাব্দ পূর্বে ঘ) ৫১২ খ্রিস্টাব্দ পরে
১৬৬। ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ক) পরিবিবি খ) ইসলাম খান গ) শায়েস্তা খাঁ ঘ) ঈশা খান
১৬৭। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন?
ক) দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের খ) মাস্টার দা সূর্যসেনের গ) নেতাজী সুভাষ চন্দ্র বসুর ঘ) মহাত্মা গান্ধীর
১৬৮। মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাস্তার করেন-
ক) করাচিতে খ) দেবগিরিতে গ) নগর কোটে ঘ) ঘোড়াশালে
১৬৯। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?
ক) মুহম্মদ ঘুরী খ) লক্ষণ সেন গ) পৃথ্বিরাজ ঘ) জয়চন্দ্র
১৭০। কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন?
ক) ১৭৫৬ খ) ১৮৫৬ গ) ১৭৫৭ ঘ) ১৮৫৭
১৭১। কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়?
ক) বখতিয়ার খলজি খ) মুর্শিদকুলি খাঁ গ) সম্রাট জাহাঙ্গীর ঘ) শের শাহ্
১৭২। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের-
ক) ৬ তারিখ খ) ৮ তারিখ গ) ১০ তারিখ ঘ) ১২ তারিখ
১৭৩। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন-
ক) ১৫১৬ সালে খ) ১৫২২ সালে গ) ১৫২৬ সালে ঘ) ১৫২৮ সালে
১৭৪। ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে’ নেতৃত্বদানকারী নেতার নাম কী?
ক) স্যার সলিমুল্লাহ্ খ) শহীদ তিতুমীর গ) মাওলানা ভাসানী ঘ) সোহরাওয়ার্দী
১৭৫। ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে?
ক) খান জাহান আলী (র:) খ) বায়েজিদ বস্তামী (র:) গ) শাহ্ মকদুম (র:) ঘ) শাহ্ জালাল (র:)
১৭৬। পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন?
ক) ফুলার খ) কার্জন গ) মিন্টো ঘ) হেস্টিংস
১৭৭। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন?
ক) সম্রাট আকবর খ) সম্রাট শাহজাহান গ) শের শাহ্ ঘ) লর্ড কর্ণওয়ালিস
১৭৮। গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল-
ক) চট্টগ্রাম খ) সিলেট গ) গৌড় ঘ) পান্ডুয়া
১৭৯। লাহোর প্রস্তাব ছিল-
ক) স্বাধীন বাংলা প্রস্তাব খ) পাকিস্তান প্রস্তাব গ) ভারত বিভাগের প্রস্তাব ঘ) ভারতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
১৮০। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন-
ক) মুহম্মদ বিন কাসেম খ) সুলতান মাহমুদ গ) মুহম্মদ ঘুরি ঘ) গিয়াস উদ্দিন আযম শাহ্


161-গ, 162-ক, 163-গ, 164-গ, 165-গ, 166-খ, 167-খ, 168-খ, 169-গ, 170-ক, 171-গ, 172-খ, 173-গ, 174-গ, 175-ঘ, 176-ক, 177-গ, 178-খ, 179-ঘ, 180-গ।

১৮১। বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কর্তৃৃক শাসিত হয়--।
ক) চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত খ) পঞ্চদশ শতাব্দীতে গ) মুঘল শাসনামলে ঘ) চতুর্দশ শতাব্দীর পূর্বে
১৮২। তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন?
ক) বাবর ইব্রাহিম লোদীকে খ) আকবর হিমুকে গ) আকবর রানা প্রতাপকে ঘ) আহমদ শাহ্ আব্দালী মারাঠাদিগকে
১৮৩। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন করে প্রণীত হয়?
ক) ১৯৫০ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৫৪ সালে
১৮৪। ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ করেন?
ক) লর্ড কার্জন খ) লর্ড লিটন গ) লর্ড হার্ডিঞ্জ ঘ) লর্ড মিন্টো
১৮৫। সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী?
ক) সোনারগাঁও খ) জাহাঙ্গীরনগর গ) ঢাকা ঘ) গৌড়
১৮৬। পাকিস্তানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন-
ক) আইয়ূব খান খ) ইয়াহিয়া খান গ) টিক্কা খান ঘ) শাহজাহান খান
১৮৭। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে?
ক) বাবর খ) আকবর গ) আওরঙ্গজেব ঘ) শাহজাহান
১৮৮। কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন?
ক) হোসেন শহীন সোহরাওয়ার্দী খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গ) শেরে বাংলা এ কে ফজলুল হক ঘ) আতাউর রহমান খান
১৮৯। ভারতবর্ষে মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?
ক) বাবর খ) আকবর গ) হুমায়ূন ঘ) কোনটিই নয়
১৯০। ঐতিহাসিক ‘ছয় দফা’ কবে ঘোষণা করা হয়?
ক) ১ ফেব্রুয়ারি খ) ৫ ফেব্রুয়ারি গ) ৬ ফেব্রুয়ারি ঘ) খ ও গ
১৯১। শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
ক) ফখরুদ্দিন মোবারক শাহ্ খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্ গ) আলাউদ্দিন হোসেন শাহ্ ঘ) নসরত শাহ্
১৯২। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ক) অ্যালপাইন খ) আদি-অস্ট্রেলীয় গ) নার্কিড ঘ) মঙ্গোলীয়
১৯৩। ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’ এর রচয়িতা কে?
ক) ফেরদৌসী খ) আবুল ফজল গ) গালিব ঘ) চার্নক
১৯৪। ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?
ক) নেদারল্যান্ড খ) ডেনমার্ক গ) পর্তুগাল ঘ) স্পেন
১৯৫। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মূখ্যমন্ত্রী হন?
ক) নুরুল আমীন খ) আতাউর রহমান খান গ) এ কে ফজলুল হক ঘ) আবুল হোসেন সরকার
১৯৬। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে?
ক) ব্রিটিশ আমলে খ) সুলতানি আমলে গ) মুঘল আমলে ঘ) স্বাধীন নবাবী আমলে
১৯৭। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন কাল ছিল?
ক) ১৭৫৭-১৯৪৭ খ) ১৮৫৭-১৯৪৭ গ) ১৭৫৭-১৮৫৭ ঘ) ১৭৫৬-১৮৮৫
১৯৮। বিশ্বের প্রথম পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি?
ক) হাভার্ড খ) তুরিন গ) নালন্দা ঘ) আল-হামরা
১৯৯। বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড ওয়াভেল খ) লর্ড কার্জন গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) লর্ড মাউন্টব্যাটেন
২০০। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক) কুসুম্বা মসজিদ খ) বড় সোনা মসজিদ গ) ষাট গম্বুজ মসজিদ ঘ) সাত গম্বুজ মসজিদ


181-গ, 182-ঘ, 183-ক, 184-ক, 185-ঘ, 186-ক, 187-খ, 188-গ, 189-ক, 190-ঘ, 191-খ, 192-খ, 193-খ, 194-ক, 195-গ, 196-গ, 197-গ, 198-গ, 199-ঘ, 200-গ।



0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__