Thursday, February 28, 2019

BCS Preliminary MCQ- বাংলাদেশ বিষয়াবলি (৩)

বাংলাদেশ বিষয়াবলি-পর্ব (৩)

দেশে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা যেমন-বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের এই অনলাইন অনুশীলন প্রকাশ। অনুশীলন করার সময় আপনার সঠিক উত্তরের অপশনগুলো লিখে রাখুন এবং প্রতি ২০টি প্রশ্নের জন্য নিম্নে প্রদত্ত উত্তরসমূহের সাথে মিলিয়ে নিন।

২০১। ‘সংবিধানের প্রাধান্য’ সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
ক) ৭নং অনুচ্ছেদে খ) ৮নং অনুচ্ছেদে গ) ৯নং অনুচ্ছেদে ঘ) ১০নং অনুচ্ছেদে
২০২। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই কয়টি জেলার?
ক) তিন খ) দুই গ) এগারো ঘ) ছয়
২০৩। সুন্দর বনে কয় প্রজাতির হরিণ রয়েছে?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
২০৪। মুক্তিযুদ্ধকালীন বিগ্রেড আকারে ফোর্স গঠিত হয় কয়টি?
ক) চার খ) এগারো গ) তিন ঘ) সাত
২০৫। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় বাংলা-
ক) বৈশাখ মাসে খ) জ্যৈষ্ঠ মাসে গ) আষাঢ় মাসে ঘ) শ্রাবন মাসে
২০৬। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর ছিল বাংলা-
ক) ১৩৭৭ খ) ১৩৭৮ গ) ১৩৭৯ ঘ) ১৩৮০
২০৭। বাংলা সন চালু করেন কে?
ক) সম্রাট জাহাঙ্গীর খ) সম্রাট হুমায়ূন গ) সম্রাট আকবর ঘ) সম্রাট বাবর
২০৮। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
ক) ইসলাম খান খ) আকবর গ) শের শাহ্ ঘ) শায়েস্তা খাঁ
২০৯।  সিরাজ-উদ-দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন কত সালে?
ক) ১৫৫৬ খ) ১৬৬৫ গ) ১৮৫৬ ঘ) ১৭৫৬
২১০। দ্বৈত শাসন অবসান করেন কে?
ক) লর্ড কর্নওয়ালিস খ) ওয়ারেন হেস্টিং গ) জাহাঙ্গীর ঘ) বেন্টিংক
২১১। মীর কাশেম ও ইংরেজদের মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়?
ক) পলাশীর যুদ্ধ খ) পানি পথের দ্বিতীয় যুদ্ধ গ) পানি পথের তৃতীয় যুদ্ধ ঘ) বক্সারের যুদ্ধ
২১২। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে-
ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানি খ) আকবর গ) সিরাজ-উদ-দৌলা ঘ) বড় লাট
২১৩। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে কত সালে?
ক) ১৭৭০ খ) ১৭৭১ গ) ১৭৭২ ঘ) ১৭৭২
২১৪। ওয়ারেন হেস্টিংস গর্ভনর জেনারেল পদ থেকে পদত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তন করেন-
ক) ১৭৪৬ সালে খ) ১৭৫৬ সালে গ) ১৭৬৬ সালে ঘ) ১৭৮৬ সালে
২১৫। ঢাকা বিভাগ সৃষ্টি হয়-
ক) ১৮২৯ সালে খ) ১৮৩২ সালে গ) ১৬০০ সালে ঘ) ১৭৬৫ সালে
২১৬। তিতুমীরের বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
ক) ১৮৩৩ খ) ১৭৩১ গ) ১৮৩৫ ঘ) ১৮৩১
২১৭। বাহাদুর শাহ পার্ক কীসের স্মৃতি বিজড়িত স্থান?
ক) পলাশীর যুদ্ধে খ) মুক্তিযুদ্ধের গ) সিপাহী বিদ্রোহের  ঘ) ভাষা আন্দোলনের
২১৮। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান ঘটে-
ক) ১৮৬০ সালের ৭ মার্চ খ) ১৮৬০ সালের ৭ মে গ) ১৮৬০ সালের ৭ নভেম্বর ঘ) ১৮৬০ সালের ৭ জুন
২১৯। “ঢাকা প্রকাশ” কী?
ক) একটি মাসিক খ) একটি পাক্ষিক গ) একটি দৈনিক পত্রিকা ঘ) একটি সাপ্তাহিক
২২০। ১৯০৫ সালে ঢাকা কত বারের মতো রাজধানী হয়?
ক) পঞ্চম খ) চর্তুথ গ) তৃতীয় ঘ) দ্বিতীয়


201-ক, 202-খ, 203-ঘ, 204-গ, 205-খ, 206-খ, 207-গ, 208-ঘ, 209-ঘ, 210-খ, 211-ঘ, 212-ক, 213-গ, 214-ঘ, 215-ক, 2016-ঘ, 217-গ, 218-খ, 219-ঘ, 220-ঘ।

২২১। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম খ) লালমনিরহাট গ) নীলফামারী ঘ) পঞ্চগড়
২২২। পূর্ববাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন?
ক) ফুলার খ) কার্জন গ) মিন্টো ঘ) হেস্টিংস
২২৩। যমুনা সেতু কর্তৃপক্ষ কোন সালে প্রতিষ্ঠা করা হয়?
ক) ১৯৭২ খ) ১৯৮২ গ) ১৯৮৪ ঘ) ১৯৮৮
২২৪। মধুপুরের বনকে কী ধরণের বন বলা হয়?
ক) পত্রঝরা খ) চিরহরিৎ গ) মিশ্রিত ঘ) রেইন
২২৫। বাংলাদেশের সর্বশেষ ভূমি সংস্কার অর্ডিন্যান্স কোন সালে জারি করা হয়?
ক) ১৯৮০ খ) ১৯৮৪ গ) ১৯৮৬ ঘ) ১৯৯০
২২৬। বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
ক) ঢাকা যাদুঘর খ) বরেন্দ্র যাদুঘর গ) লালবাগ কেল্লা যাদুঘর ঘ) আহসান মঞ্জিল যাদুঘর
২২৭। বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৪ এপ্রিল, ১৯৮৬ খ) ১৪ এপ্রিল, ১৯৮৭ গ) ১৪ এপ্রিল, ১৯৮৮ ঘ) ১৪ এপ্রিল, ১৯৮৯
২২৮। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
ক) রায়মঙ্গল খ) বলেশ্বর গ) মাতামুহুরী ঘ) পশুর
২২৯। বাংলাদেশের পতাকার নকশাকার কে?
ক) কামরুল হাসান খ) জয়নুল আবেদীন গ) হাসেম খান ঘ) হামিদুর রহমান
২৩০। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩
২৩১। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক) শাহজাহান খ) হুমায়ূন গ) আওরঙ্গজেব ঘ) জাহাঙ্গীর
২৩২। বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
ক) যমুনা খ) পদ্মা গ) মেঘনা ঘ) মাতামুহুরী
২৩৩। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?
ক) আকরাম খান খ) আমিনুল ইসলাম বুলবুল গ) নাঈমুর রহমান দুর্জয় ঘ) মিনহাজুল আবেদীন নান্নু
২৩৪। ১৯৪৭ সালে পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) নুরুল আমিন খ) খাজা নাজিমউদ্দিন গ) আবু হোসেন সরকার ঘ) আতাউর রহমান
২৩৫। সত্যজিৎ রায়ের প্রথম ছবি কোনটি?
ক) পথের প্যাঁচালী খ) অপুর সংসার গ) মহানগর ঘ) অহংকার
২৩৬। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
ক) এ এস এম সায়েম খ) বিচারপতি ইদ্রিস গ) শাহ্ আব্দুল হামিদ ঘ) এম এইচ খন্দকার
২৩৭। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি?
ক) চা খ) পাটজাত দ্রব্য গ) পাট ঘ) তৈরি পোশাক
২৩৮। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
ক) ৩৫ খ) ২৫ গ) ৩০ ঘ) ৪০
২৩৯। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
ক) বীর বিক্রম খ) বীর শ্রেষ্ঠ গ) বীর উত্তম ঘ) বীর প্রতীক
২৪০। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) লুই-আই-কান খ) ড. এফ আর খান গ) মইনুল হোসেন ঘ) মাজহারুল হক


221-খ, 222-ক, 223-ঘ, 224-ক, 225-খ, 226-খ, 227-ক, 228-ক, 229-ক, 230-খ, 231-খ, 232-গ, 233-গ, 234-ক, 235-খ, 236-ক, 237-ঘ, 238-ক, 239-গ, 240-গ।

২৪১। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক) রাজশাহী খ) ঢাকা গ) চট্টগ্রাম ঘ) খুলনা
২৪২। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
ক) ৫.০৩ কিমি খ) ৬.০৩ কিমি গ) ৪.৮ কিমি ঘ) ৬.১৫ কিমি
২৪৩। পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু?
ক) ১৩৫তম খ) ১৩৬তম গ) ১৩৭তম ঘ) ১৩৮তম
২৪৪। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ক) বি এ সিদ্দিকী খ) খাজা ওয়াসিউদ্দিন গ) হুমায়ূন রশীদ চৌধুরী ঘ) শমসের মবিন চৌধুরী
২৪৫। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৯৯৫ খ) ১৯৯৯ গ) ১৯৯৮ ঘ) ২০০০
২৪৬। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিমি?
ক) ৯ খ) ১০ গ) ১১ ঘ) ১২
২৪৭। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেন কতজন?
ক) ৪ খ) ২ গ) ১৭৬ ঘ) ৪২৬
২৪৮। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ঢাকা খ) রাজশাহী গ) দিনাজপুর ঘ) ঈশ্বরদী
২৪৯। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
ক) হামিদুজ্জামান খ) মইনুল হোসেন গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান
২৫০। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক) ৭ মার্চ, ১৯৭৩ খ) ৫ মার্চ, ১৯৭৩ গ) ৬ এপ্রিল, ১৯৭৩ ঘ) ১১ এপ্রিল, ১৯৭৩
২৫১।  হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক) রাঙ্গামাটি খ) খাগড়াছড়ি গ) বান্দরবান ঘ) সন্দ্বীপ
২৫২। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?
ক) জানুয়ারি, ১৯৭৮ খ) জানুয়ারি, ১৯৮০ গ) জানুয়ারি, ১৯৮২ ঘ) জানুয়ারি, ১৯৮৪
২৫৩। সিলেট জেলার পূর্ব নাম কী ছিল?
ক) নাসিরাবাদ খ) সুবর্ণগ্রাম গ) জালালাবাদ ঘ) বরেন্দ্রভূমি
২৫৪। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক) ২টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৪টি
২৫৫। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর-
ক) নারায়ণগঞ্জ খ) ভৈরব গ) বরিশাল ঘ) চাঁদপুর
২৫৬। খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে-
ক) সেগুন কাঠ খ) সুন্দরী কাঠ গ) বাঁশ ঘ) গেওয়া কাঠ
২৫৭। ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
ক) আব্দুল্লাহ্ আল-মুতি সরফুদ্দিন খ) কবির চৌধুরী গ) কুদরত-ই খুদা ঘ) ফজলুল হাকিম
২৫৮। কোন মুসলামন শাসক প্রথম বাংলায় স্বাধীনতা ঘোষণা করেন?
ক) ফিরোজ শাহ্ তুঘলক খ) শাহ্ সুজা গ) শায়েস্তা খাঁ ঘ) ফকরুদ্দিন মোবারক শাহ্
২৫৯। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন?
ক) তাজউদ্দিন আহমেদ খ) ড. এ আর মল্লিক গ) ড. এম এন হুদা ঘ) এম সাইদুজ্জামান
২৬০। ইউনিসেফ সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?
ক) ৫২১তম খ) ৭৯৮তম গ) ৫২৩তম ঘ) ৫২৮তম


241-ক, 242-ঘ, 243-খ, 244-গ, 245-গ, 246-ক, 247-ঘ, 248-ঘ, 249-গ, 250-ক, 251-খ, 252-গ, 253-গ, 254-ঘ, 255-ক, 256-ঘ, 257-গ, 258-ঘ, 2559-ক, 260-খ।

২৬১। ‘অপরাজেয় বাংলা’-র স্থপতি কে?
ক) মইনুল ইসলাম খ) তানভীর কবির গ) শামীম শিকদার ঘ) সৈয়দ আব্দুল্লাহ্ খালেদ
২৬২। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে?
ক) কুতুবদিয়া খ) হাতিয়া গ) মহেশখালী ঘ) সন্দ্বীপ
২৬৩। বাংলাদেশ টেলিভিশন কত সালে স্থাপিত হয়?
ক) ১৯৬৪ খ) ১৯৬৫ গ) ১৯৬৬ ঘ) ১৯৬৭
২৬৪। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
ক) ময়মনসিংহ খ) জামালপুর গ) যশোর ঘ) নরসিংদী
২৬৫। এই উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?
ক) মোঘল আমলে খ) শায়েস্তা খাঁর আমলে গ) রাজপুত আমলে ঘ) পাকিস্তান আমলে
২৬৬। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতিদান করবেন?
ক) ৭ খ) ১০ গ) ১৫ ঘ) ৩০
২৬৭। শীতল ঝর্ণার পাহাড় কোথায় অবস্থিত?
ক) হিমছড়ি খ) জাফলং গ) গারো পাহাড় ঘ) মহেশখালি
২৬৮। কোন সংস্থাটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত?
ক) এপেক খ) এডিবি গ) সার্ক ঘ) সিরডাপ
২৬৯। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন?
ক) প্রেসিডেন্সি কলেজ খ) বিদ্যাসাগর কলেজ গ) কলিকাতা বিশ্ববিদ্যালয় ঘ) সংস্কৃত কলেজ
২৭০। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
ক) গৌড় খ) ময়নামতি গ) মহাস্থানগড় ঘ) সোনারগাঁও
২৭১। চট্টগ্রামের বৃটিশ অস্ত্রাগার কে লুণ্ঠন করেন?
ক) মনিরুজ্জামান ইসলামাবাদী খ) ক্ষুধিরাম গ) সূর্যসেন ঘ) জে এম সেনগুপ্ত
২৭২। ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
ক) চাষী নজরুল ইসলাম খ) হুমায়ূন আহমেদ গ) জহির রায়হান  ঘ) সুভাষ দত্ত
২৭৩। প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো?
ক) বগুড়া ও দিনাজপুর খ) সিলেট ও আসাম গ) বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
২৭৪। বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কী?
ক) কর্ণফুলী সার কো: লি: খ) যমুনা সার কারখানা গ) পলাশ সার কারখানা ঘ) ঘোড়াশাল সার কারখানা
২৭৫। নোয়াখালীর পূর্ব নাম কী ছিল?
ক) শুধারাম খ) ত্রিপুরা গ) ফেনী ঘ) চন্দ্রদ্বীপ
২৭৬। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?
ক) ১৯৮১ সালের ১৬ ডিসেম্বর খ) ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর গ) ১৯৮১ সালের ২৬ মার্চ ঘ) ১৯৮২ সালের ২৬ মার্চ
২৭৭। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
ক) দিকদর্শন খ) বঙ্গদর্শন গ) তত্ত্ববোধিনী ঘ) সংবাদ প্রভাকর
২৭৮। ‘সবুজপত্র’ কী?
ক) নাটক খ) উপন্যাস গ) সাময়িক পত্র ঘ) কাব্যগ্রন্থ
২৭৯। ‘ভবদহ’ বিল কোথায় অবস্থিত?
ক) ফরিদপুর খ) জামালপুর গ) রাজশাহী ঘ) যশোর
২৮০। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক) আকবর খ) হুমায়ূন গ) শাহজাহান ঘ) বাবর


261-ঘ, 262-ক, 263-ক, 264-ঘ, 265-ক, 266-গ, 267-ক, 268-ঘ, 269-ঘ, 270-গ, 271-গ, 272-গ, 273-গ, 274-খ, 275-ক, 276-খ, 277-ক, 278-গ, 279-ঘ, 280-ঘ।

২৮১। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?
ক) এ এন হামিদুল্লাহ্ খ) ফেরদৌস হোসেন গ) মোহাম্মদ ফরাসউদ্দিন ঘ) খোরশেদ আলম
২৮২। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
ক) মো: খান খ) মোহাম্মদ উল্লাহ্ গ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীম ঘ) এ এইচ এম কামারুজ্জামান
২৮৩। প্রাচীন পুন্ড্রুনগর কোথায়?
ক) ময়নামতি খ) বিক্রমপুর গ) মহাস্থানগড় ঘ) পাহাড়পুর
২৮৪। বাংলাদেশের সোর্ড অভ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
ক) মারজিয়া ইসলাম খ) রাজিয়া সুলতানা গ) তারামন বিবি ঘ) রহিমা বেগম
২৮৫। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট খ) পার্বত্য চট্টগ্রাম গ) নোয়াখালি ঘ) কুমিল্লা
২৮৬। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
ক) তাজউদ্দিন আহমদ খ) শেখ মুজিবুর রহমান গ) মোস্তাক আহমদ ঘ) আব্দুস সামাদ
২৮৭। মহাস্থানগড় কোথায় অবস্থিত?
ক) রাজশাহী খ) সিলেট গ) বগুড়া ঘ) সোনারগাঁও
২৮৮। রাষ্ট্র গঠনে শ্রেষ্ঠতম উপাদান কোনটি?
ক) জনসমষ্টি খ) ভূখন্ড গ) সরকার ঘ) সার্বভৌমত্ব
২৮৯। ‘শহীদ আসাদ দিবস’ কবে পালিত হয়?
ক) ১৫ জানুয়ারি খ) ২০ জানুয়ারি গ) ২৫ জানুয়ারি ঘ) ২২ জানুয়ারি
২৯০। সোনারগাঁও-এর পূর্ব নাম কী ছিল?
ক) ঢাকা খ) নাসিরাবাদ গ) ইসলামাবাদ ঘ) সুর্বণগ্রাম
২৯১। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-
ক) কয়লা খ) তৈল গ) প্রাকৃতিক গ্যাস ঘ) চুনাপাথর
২৯২। ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম কী?
ক) সেন্ট মার্টিন খ) নিঝুম দ্বীপ গ) দক্ষিণ তালপট্টি ঘ) কুতুবদিয়া
২৯৩। জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়?
ক) ১৯৭৩ খ) ১৯৯২ গ) ১৯৭২ ঘ) ১৯৭৫
২৯৪। প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব কত ছিল?
ক) ৩ বছর ৭ মাস খ) ২ বছর ৩ মাস গ) ২ বছর ৭ মাস ঘ) ৩ বছর ৪ মাস
২৯৫। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত?
ক) ব্রহ্মপুত্র, ময়মনসিংহ খ) মেঘনা, ভৈরব বাজার গ) পদ্মা, পাকশী ঘ) কর্ণফুলী, চট্টগ্রাম
২৯৬। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে?
ক) দ্বিতীয় ভাগে খ) তৃতীয় ভাগে গ) চতুর্থ ভাগে ঘ) পঞ্চম ভাগে
২৯৭। আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
ক) চট্টগ্রাম খ) কুমিল্লা গ) ঢাকা ঘ) বরিশাল
২৯৮। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে?
ক) পদ্মা খ) মেঘনা গ) যমুনা ঘ) ব্রহ্মপুত্র
২৯৯। ‘একাত্তরের বিজয় গাঁথা’ কার লেখা?
ক) মেজর রফিকুল ইসলাম খ) অ্যান্থনী মাসকারেনহাস গ) রাবেয়া খাতুন ঘ) আব্দুল গাফফার চৌধুরী
৩০০। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়?
ক) রাজশাহী খ) সিলেট গ) সিরাজগঞ্জ ঘ) নাটোর


281-ক, 282-খ, 283-গ, 284-ক, 285-ঘ, 286-ক, 287-গ, 288-ঘ, 289-খ, 290-ঘ, 291-গ, 292-গ, 293-গ, 294-গ, 295-গ, 296-খ, 297-ক, 298-ঘ, 299-ক, 300-ঘ।



0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__