Friday, February 15, 2019

BCS Preliminary MCQ- বাংলাদেশ বিষয়াবলি (১)

বাংলাদেশ বিষয়াবলি-পর্ব (১)

দেশে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা যেমন-বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের এই অনলাইন অনুশীলন প্রকাশ। অনুশীলন করার সময় আপনার সঠিক উত্তরের অপশনগুলো লিখে রাখুন এবং প্রতি ২০টি প্রশ্নের জন্য নিম্নে প্রদত্ত উত্তরসমূহের সাথে মিলিয়ে নিন।
https://edutechinfobd.blogspot.com/
edutechinfobd
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
ক) ১০ জানুয়ারি, ৭২
খ) ১৬ ডিসেম্বর, ৭১
গ) ২৬ মার্চ, ৭১
ঘ) ৩ মার্চ, ৭১
২। ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ‘ভাষা দিবস’ বলে একটি দিন পালন করা হত। দিনটি কী ছিল?
ক) ৩০ জানুয়ারি
খ) ২৬ ফেব্রুয়ারি
গ) ১১ মার্চ
ঘ) ২১ এপ্রিল
৩। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
ক) বাংলা ১০৭৬ সালে
খ) বাংলা ১১৭৬ সালে
গ) বাংলা ১৩৭৬ সালে
ঘ) ইংরেজি ১৮৭৬ সালে
৪।  যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা কত ছিল?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ৬টি
৫। ১৯৫২ সালে পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) খাজা নাজিমুদ্দিন
খ) নুরুল আমিন
গ) আতাউর রহমান খান
ঘ) আবু হোসেন সরকার
৬। মোঘল আমলে ঢাকার নাম কী ছিল?
ক) ইসলামাবাদ
খ) পন্ড্রুনগর
গ) জাহাঙ্গীরনগর
ঘ) সোনারগাঁও
৭। কোন গোষ্ঠি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠে?
ক) নেগ্রিটো
খ) ভাটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক
৮। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি?
ক) আওয়ামী লীগ
খ) কৃষক প্রজা পার্টি
গ) নেজামে ইসলাম
ঘ) ন্যাশনাল আওয়ামী লীগ
৯। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী?
ক) সামরিক আইন জারি করা
খ) স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
গ) অনশন ধর্মঘট আহবান
ঘ) পুনরায় নির্বাচন দাবি
১০। প্রাচীন কালে এদেশের নাম ছিল-
ক) বাংলাদেশ
খ) বঙ্গ
গ) বাংলা
ঘ) বাঙ্গালা
১১। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) খাজা নাজিমুদ্দিন
খ) নুরুল আমিন
গ) লিয়াকত আলী
ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ
১২। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
ক) ই-সিং
খ) ফা-হিয়েন
গ) ইউয়েন সাং
ঘ) জেন ডং
১৩। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
ক) মুহম্মদ বিন কাসেম
খ) মুহম্মদ বিন তুঘলক
গ) সম্রাট হুমায়ূন
ঘ) সম্রাট আকবর
১৪। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিল-
ক) ৩৮ জন
খ) ৩৬ জন
গ) ৪০ জন
ঘ) ৩৫ জন
১৫। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়?
ক) ১৯৫৪
খ) ১৯৫৬
গ) ১৯৫৮
ঘ) ১৯৬২
১৬। ভারতীয় উপমহাদেশে প্রথম কার আমলে ডাক সার্ভিস চালু হয়?
ক) শেরশাহ
খ) শায়েস্তা খাঁ
গ) নুসরত শাহ্
ঘ) সিরাজউদ্দৌলা
১৭। নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়?
ক) ১৪৪২-৪৪ সালে
খ) ১৮৫৯-৬২ সালে
গ) ১৮৯৪-৯৬ সালে
ঘ) ১৯১৭-২০ সালে
১৮। ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কী?
ক) পূর্ব পাকিস্তান
খ) পূর্ববঙ্গ ও আসাম
গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ) পূর্ববঙ্গ
১৯। অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে?
ক) খাজা নাজিমুদ্দিন
খ) এ কে ফজলুল হক
গ) মুহাম্মদ আলী
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২০। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
ক) ভাষা আন্দোলন
খ) ছয় দফা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধের
ঘ) গণ-অভ্যুত্থান


১-ঘ, ২-গ, ৩-খ, ৪-ক, ৫-খ, ৬-ক, ৭-ঘ, ৮-ঘ, ৯-খ, ১০-খ, ১১-ক, ১২-খ, ১৩-খ, ১৪-ঘ, ১৫-গ, ১৬-ক, ১৭-খ, ১৮-খ, ১৯-খ, ২০-ঘ।

২১। ‘শহীদ আসাদ দিবস’ পালিত হয় কবে?
ক) ১৫ জানুয়ারি
খ) ২০ জানুয়ারি
গ) ২৫ জানুয়ারি
ঘ) ৩০ জানুয়ারি
২২। পানি পথের তৃতীয় যুদ্ধ হয়-
ক) ১৫২৬ সালে
খ) ১৫৫৬ সালে
গ) ১৭৬১ সালে
ঘ) ১৭৬৫ সালে
২৩। মুহম্মদ বখতিয়ার লিখজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
ঘ) পঞ্চদশ
২৪। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
ক) লিয়াকত আলী খান
খ) এ কে ফজলুল হক
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) খাজা নাজিমুদ্দিন
২৫। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
ক) ৭ মার্চ, ১৯৭১
খ) ২৫ মার্চ, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) ২৭ মার্চ, ১৯৭১
২৬। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাই নবাবগঞ্জ
২৭। ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক) মুসলীম লীগ
খ) আওয়ামী লীগ
গ) পিপলস পার্টি
ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি
২৮। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড মিন্টো
খ) লর্ড চেমসফোর্ড
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
২৯। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয়?
ক) ১৪৮৭
খ) ১৪৯০
গ) ১৪৯৮
ঘ) ১৫০২
৩০। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক) হেস্টিংস
খ) কার্জন
গ) কর্ণওয়ালিস
ঘ) ডালহৌসি
৩১। নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন?
ক) আকবর
খ) বাহাদুর শাহ্
গ) ঈসা খাছ
ঘ) বাবর
৩২। অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) আবুল হাসেম
ঘ) খাজা নাজিমউদ্দিন
৩৩। কোন সালে ইউরোপ থেকে ভারত আসার জলপথ আবিস্কৃত হয়?
ক) ১৪৯৮
খ) ১৪৯২
গ) ১৫১৭
ঘ) ১৬৪৮
৩৪। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯০৫
খ) ১৯০৬
গ) ১৯১০
ঘ) ১৯১১
৩৫। পাকিস্তানের গণ পরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্র ভাষা বাংলা করার দাবী জানান কে?
ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ) কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
৩৬। ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়?
ক) লর্ড ওয়েলসলি
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড ডালহৌসি
৩৭। কোন সম্রাট সর্ব প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য স্থাপনের অনুমিত দেন?
ক) আকবর
খ) শাহবাজ খান
গ) মুর্শিদকুলি খান
ঘ) জাহাঙ্গীর
৩৮। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
ক) তিতুমীর
খ) ফকির মজনু শাহ্
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরীয়তুল্লাহ্
৩৯। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন-
ক) ইলত্যুৎমিশ
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) মুহম্মদ বিন তুঘলক
৪০। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো-
ক) শাহজাহান
খ) বাবর
গ) বাহাদুর শাহ্
ঘ) আওরঙ্গজেব


২১-খ, ২২-গ, ২৩-গ, ২৪-খ, ২৫-খ, ২৬-ঘ, ২৭-খ, ২৮-গ, ২৯-ক, ৩০-খ, ৩১-গ, ৩২-খ, ৩৩-ক, ৩৪-খ, ৩৫-ঘ, ৩৬-ঘ, ৩৭-ঘ, ৩৮-গ, ৩৯-গ, ৪০-ঘ।

৪১। ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত?
ক) মাছ বাজার
খ) ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ) মাছ ধরার নৌকা
ঘ) আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৪২। ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান-
ক) রমনা পার্ক
খ) ন্যাশনাল পার্ক
গ) গুলশান পার্ক
ঘ) বাহাদুরশাহ্ পার্ক
৪৩। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় কোন সালে?
ক) ১৯১২
খ) ১৮১২
গ) ১৮৫৭
ঘ) ১৮৬৫
৪৪। মারাঠা শাসকের উপাধি ছিল-
ক) রাজা
খ) পেশোয়া
গ) সম্রাট
ঘ) বাদশাহ্
৪৫। বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
ক) ফকির মজনু শাহ্
খ) দুদু মিয়া
গ) তিতুমীর
ঘ) মীর কাশিম
৪৬। শেষ মুঘল সম্রাটের নাম কী?
ক) আওরঙ্গজেব
খ) ফররুক শাহ্
গ) দ্বিতীয় বাহাদুর শাহ্
ঘ) শায়েস্তা খাঁ
৪৭। ‘জিজিয়া’ কী ছিল?
ক) বাণিজ্য কর
খ) অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
গ) উৎসব কর
ঘ) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
৪৮। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যায় দেওয়ানী লাভ করেন?
ক) ১৬৯০
খ) ১৭৬৫
গ) ১৯৯৩
ঘ) ১৮২৯
৪৯। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
ক) লর্ড কর্ণওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) লর্ড বেন্টিঙ্ক
৫০। ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
ক) হল্যান্ড
খ) ফ্রান্স
গ) পুর্তগাল
ঘ) ডেনমার্ক
৫১। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) খুলনা
খ) যশোর
গ) বাগেরহাট
ঘ) কোনটিই নয়
৫২। আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে?
ক) মানসিংহ
খ) জয়পাল
গ) দাহির
ঘ) দাউদ
৫৩। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
ক) বাঙালি
খ) আর্য
গ) নিষাদ
ঘ) আলপাইন
৫৪। ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত?
ক) ১৭৭০
খ) ১৮৬৬
গ) ১৮৯৯
ঘ) ১৯৪৩
৫৫। ১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য কী ছিল?
ক) দুই অঞ্চলের পৃথকীকরণ
খ) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন
গ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা
ঘ) ছয়টি প্রদেশ সৃষ্টি
৫৬। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
ক) ১৫৭৫
খ) ১৫৭২
গ) ১৫৫৬
ঘ) ১৫৭৬
৫৭। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে অভিহিত হয়?
ক) মৌর্য
খ) গুপ্ত
গ) পাল
ঘ) মুসলিম
৫৮। পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন কে?
ক) লর্ড রিপোন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
৫৯। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
খ) দ্বৈত শাসন ব্যবস্থা
গ) সতীদাহ নিবারণ ব্যবস্থা
ঘ) পুলিশ ব্যবস্থা
৬০। ‘হার্মাদ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক) স্পেনীয়
খ) পুর্তগিজ
গ) বার্মিজ
ঘ) আরাকনী


৪১-ঘ, ৪২-ঘ, ৪৩-ক, ৪৪-খ, ৪৫-গ, ৪৬-গ, ৪৭-ঘ, ৪৮-খ, ৪৯-ঘ, ৫০-ক, ৫১-গ, ৫২-গ, ৫৩-গ, ৫৪-ঘ, ৫৫-খ, ৫৬-ঘ, ৫৭-ঘ, ৫৮-খ, ৫৯-ঘ, ৬০-খ।

৬১। ভারত প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
ক) শের শাহ্
খ) মুহম্মদ বিন তুঘলক
গ) ইলত্যুৎমিশ
ঘ) লর্ড কর্নওয়ালিস
৬২। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তাঁর নাম কী?
ক) কিংসফোর্ড
খ) লর্ড হার্ডিঞ্জ
গ) হডসন
ঘ) সিম্পসন
৬৩। তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৬
খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৫০
৬৪। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
ক) সম্রাট আকবর
খ) মুহম্মদ বিন তুঘলক
গ) সম্রাট জাহাঙ্গীর
ঘ) সুলতান ইলিয়াস শাহ্
৬৫। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে বলেন, “লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার তাঁরা শাস্তি এড়াতে পারবে না।” উক্তিটি কার?
ক) জেনারেল নিয়াজী
খ) জেনারেল টিক্কা খান
গ) জেনারেল ইয়াহিয়া খান
ঘ) জেনারেল হামিদ খান
৬৬। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন?
ক) ওয়েলেসলি
খ) ওয়ারেন হেস্টেংস
গ) কর্নওয়ালিস
ঘ) ডালহৌসি
৬৭। চিন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন?
ক) হিউয়েন সাঙ
খ) ফা-হিয়েন
গ) আইসিং
ঘ) সবগুলো
৬৮। ‘বাঙ্গালাহ্’ নামের প্রচলন করেন-
ক) শশাঙ্ক
খ) ধর্মপাল
গ) ইলিয়াস শাহ্
ঘ) আকবর
৬৯। পলাশীর যুদ্ধ কত সালে হয়?
ক) ১৭৭০
খ) ১৭৫৭
গ) ১৮৮৭
ঘ) ১৮৮০
৭০। অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
ক) মৌর্য
খ) গুপ্ত
গ) পুষ্যভূতি
ঘ) খুশান
৭১। কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না?
ক) সুজা
খ) মুরাদ
গ) শের শাহ্
ঘ) দারা
৭২। ভারতের শাসনভার ইংল্যান্ডের বাণী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয়-
ক) ১৭৫৮ সালে
খ) ১৮৫৮ সালে
গ) ১৭৯২ সালে
ঘ) ১৮৬২ সালে
৭৩। পলাশীর যুদ্ধের তারিখ ছিল-
ক) জানুয়ারি ২৩, ১৭৫৭
খ) ফেব্রুয়ারি ২৩, ১৮৫৭
গ) জুন ২৩, ১৭৫৭
ঘ) মে ১৪, ১৭৫৭
৭৪। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
ক) মুসা বিন নুসায়ের
খ) তারেক বিন জিয়াদ
গ) মুহাম্মদ বিন কাসিম
ঘ) খালিদ বিন ওয়ালিদ
৭৫। দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
ক) কুতুবউদ্দিন আইবেক
খ) শামসুদ্দিন ইলত্যুৎমিশ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) আলাউদ্দিন খলজি
৭৬। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
ক) আব্দুল মতিন
খ) ধীরেন্দ্রনাথ দত্ত
গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৭৭। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত কে?
ক) ক্যাপ্টেন হাকিন্স
খ) এডওয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
৭৮। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
ক) নবাব সিরাউদ্দৌলা
খ) শায়েস্তা খাঁ
গ) ঈসা খাঁ
ঘ) সুবেদার ইসলাম খান
৭৯। ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসেবে খ্যাত-
ক) জ্যোতিমর্ষ গুহ ঠাকুর
খ) জিতেন ঘোষ
গ) মুহাম্মদ আব্দুল হাই
ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
৮০। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯০৫
খ) ১৯১৬
গ) ১৯৪৫
ঘ) ১৯১১


৬১-খ, ৬২-ক, ৬৩-খ, ৬৪-খ, ৬৫-খ, ৬৬-ক, ৬৭-খ, ৬৮-গ, ৬৯-খ, ৭০-ক, ৭১-গ, ৭২-খ, ৭৩-গ, ৭৪-গ, ৭৫-খ, ৭৬-খ, ৭৭-ক, ৭৮-খ, ৭৯-খ, ৮০-ঘ।

৮১। ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল-
ক) বৃহস্পতিবার
খ) শুক্রবার
গ) শনিবার
ঘ) রবিবার
৮২। পাক-ভারত -বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়?
ক) ১৭৫১
খ) ১৮৫৭
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
৮৩। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?
ক) ১৭৫০
খ) ১৭৫৭
গ) ১৮৫০
ঘ) ১৮৫৭
৮৪। অবিভক্ত বাংলার দ্বিতীয় মূখ্যমন্ত্রী-
ক) আবুল হাসেম
খ) এ কে ফজলুল হক
গ) শহীদ সোহরাওয়ার্দী
ঘ) খাজা নাজিমউদ্দিন
৮৫। ১৫২৮ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বার কাকে পরাজিত করেন?
ক) রানা প্রতাপ সিংহ
খ) ইব্রাহিম লোদি
গ) শিবাজি
ঘ) বৈরাম খাঁ
৮৬। ‘টোডর্মল’ কে?
ক) আকবরের ধর্মমন্ত্রী
খ) আকবরের অর্থমন্ত্রী
গ) আকবরের পরিকল্পনা মন্ত্রী
ঘ) আকবরের সমরমন্ত্রী
৮৭। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৬ সালে
৮৮। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
ক) ফার্ডিন্যান্ড ম্যাগেলান
খ) ফ্রান্সিস ড্রেক
গ) ভাস্কো দা গামা
ঘ) ক্রিস্টোফার কলম্বাস
৮৯। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকার্টা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মূখ্য আইন
৯০। বাংলায় ‘ঋণ সালিশি আইন’ কার আমলে প্রণীত হয়?
ক) এ কে ফজলুল হক
খ) এইচ এস সোহরাওয়ার্দী
গ) খাজা নাজিম উদ্দিন
ঘ) নুরুল আমিন
৯১। প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন-
ক) রাজা কনিস্ক
খ) বিক্রমাদিত্য
গ) চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ) রাজা শশাঙ্ক
৯২। বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?
ক) মীর জুমলা
খ) ইসলাম খান
গ) মান সিংহ
ঘ) শায়েস্তা খাঁ
৯৩। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
ক) শের শাহ্
খ) আকবর
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব
৯৪। মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন?
ক) বাবর
খ) হুমায়ূন
গ) বৈরাম খাঁ
ঘ) জাহাঙ্গীর
৯৫। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে ছিলেন?
ক) হর্ষবর্ধন
খ) শশাঙ্ক
গ) গোপাল
ঘ) লক্ষণ সেন
৯৬। কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক) বাবর
খ) হুমায়ূন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
৯৭। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়-
ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
খ) ২০ মার্চ, ১৯৬৮
গ) ১৮ ফেব্রুয়ারি, ১৯৭০
ঘ) ৫ ডিসেম্বর, ১৯৬৮
৯৮। যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন?
ক) আহমদ শাহ আবদালি
খ) নাদির শাহ
গ) দ্বিতীয় শাহ আব্বাস
ঘ) সুলতান মাহমুদ
৯৯। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহীতার পতাকা উড়িয়েছিলেন, তাঁর নাম কী?
ক) রাজা ত্রিদিব রায়
খ) রাজা ত্রিভুবন চাকমা
গ) জুম্মা খান
ঘ) জোয়ান বকস খাঁ
১০০। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
ক) ৬
খ) ৪
গ) ১১
ঘ) ৭


৮১-ক, ৮২-খ, ৮৩-ঘ, ৮৪-খ, ৮৫-খ, ৮৬-খ, ৮৭-ঘ, ৮৮-গ, ৮৯-খ, ৯০-ক, ৯১-ঘ, ৯২-খ, ৯৩-ক, ৯৪-ক, ৯৫-খ, ৯৬-খ, ৯৭-ক, ৯৮-খ, ৯৯-ঘ, ১০০-খ।



0 comments:

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__