Friday, February 8, 2019

Best 10 Free Blogger templates SEO and adsense friendly ( বেস্ট ব্লগার থিম ফ্রি )

নিজের মনে কথা, অভিজ্ঞতা, জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিতে কে না চায়। কে না চায় নিজেকে মেলে ধরতে। কিংবা নিজের অনুভূতিগুলোকে লিপিবদ্ধ করে রাখতে। আর এই সব কিছুর সংযোগ স্থল বা মিলন কেন্দ্র হতে পারে ব্লগার। ব্লগার ফ্রিতে নিজের একটি ওয়েবসাইটের মালিক হওয়ার সহজ এবং জনপ্রিয় মাধ্যম। দিন দিন ওয়েবসাইটের গুরুত্ব বাড়ছে বৈকি। এটির গুরুত্ব বাড়ার আরো একটি বড় কারণ হচ্ছে অর্থ আয়। জনপ্রিয়তার সাথে যদি অর্থ উপার্জন করা যায় তাও আবার ঘরে বসেই তাহলে সে সুযোগ আকড়ে ধরতে কে না চায়। কিন্তু একটি ওয়েবসাইট কি শুধুই ওয়েবসাইট নাকি এটি আপনির রুচিরও পরিচয়। প্রতিদিন হাজার হাজার মানুষ বা ভিজিটর আপনার সাইটটি ভিজিট করবে। সে অর্থে আপনার ওয়েবসাইটটির দর্শন যদি রুচিশীল ও আধুনিক না হয় সেক্ষেত্রে আপনার পরিশ্রমে অনেকটাই মলিন হয়ে যেতে পারে। তাই ওয়েবসাইট তৈরির সময় সেটির দর্শন বা লেআউট বা ডিজাইন সুন্দর হওয়া অতি জরুরি। এখানে আপনাদের জন্য দশটি ফ্রি ব্লগার থিম বা টেমপ্লেট উপস্থাপন করা হলো। যেগুলোর যে কোন একটি ব্যবহার করলেই আপনার ওযেবসাইটটির ডিজাইনগত দিক এবং পেশাদারিত্ব চমৎকারভাবে ফুটে উঠবে। তবে যদি সম্ভব হয় তবে প্রিমিয়াম বা পেইড থিম কিনা ব্যবহার করতে পারলে আপনার ওয়েবসাইটটি হয়ে উঠবে আরো নান্দনিক। এ বিষয়টির বিবেচনা একেবারেই আপনার কাছে যে, আপনি ফ্রি থিম ব্যবহার করবেন নাকি প্রিমিয়াম থিম।
https://edutechinfobd.blogspot.com
এক্ষেত্রে থিম ১০ টির ধারাবাহিক বর্ণনা নিম্নরূপ:
🔄 [1] ENSIDE BLOGGER TEMPLATE : এনসাইড একটি  সম্পূর্ণ কাস্টোমাইজেবল ব্লগার, নিউজ, ম্যাগাজিন এবং রিভিউ সাইট তৈরি করার মতো টেমপ্লেট। এটি দ্রুত লোডিং ক্ষমতা এবং দারুণ ইন্টারফেস সম্পন্ন একটি টেমপ্লেট। এই টেমপ্লেটের আরো অসংখ্য ফিচার বা ব্যবহারিক বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
  •  এটি রেসপন্সিভ। অর্থাৎ মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি যে কোন ডিভাইসে সহজেই মানিয়ে নেয়। এছাড়াও এতে আরো যেসব ফিচার আছে সেগুলো হলো- গুগল টেস্টিং টুল ভ্যালিডেটর পাস, এসইও ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি, দ্রুত লোডিং, ফুল উইডথ পোস্ট লেআউট, থাম্বনেইলসহ অটো রিড মোর বাটন, অ্যাডস রেডি, মাল্টিপল মেনু ড্রপডাউন, সার্চ উইজেট, রঙিন সোস্যাল আইকন, সোস্যাল শেয়ার বাটনস, ফিচার পোস্ট উইজেট, রিসেন্ট পোস্ট উইজেট ইত্যাদি আরো বেশ কিছু সুবিধা।
  • এই টেমপ্লেটটির ফ্রি এবং প্রিমিয়াম দুই প্রকার ভার্সনই রয়েছে।
  • তাছাড়া, ব্যবহারবিধি জানার জন্য ডকুমেন্টেশন তো রয়েছেই।


🔄 [2] MERCURY BLOGGER TEMPLATE :  মার্কারি একটি সহজেই নিজের পেশাদারিত্বপূর্ণ ব্লগ, ম্যাগাজিন বা নিউজ সাইট খোলার মতো চমৎকার একটি রেসপন্সিভ টেমপ্লেট। ব্যক্তিগত ব্লগ সাইট তৈরিতেও এই থিমটি ব্যবহার করা যায় খুব সহজেই। অন্যদিকে, নিউজ পোর্টাল সাইট তৈরিতে এটি হতে পারে যে কারো জন্যই একটি চমৎকার টেমপ্লেট। এছাড়াও আরো যেসব বৈশিষ্ট্য রয়েছে-

  • এটি রেসপন্সিভ। অর্থাৎ মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি যে কোন ডিভাইসে সহজেই মানিয়ে নেয়। এছাড়াও এতে আরো যেসব ফিচার আছে সেগুলো হলো- গুগল টেস্টিং টুল ভ্যালিডেটর পাস, এসইও ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি, দ্রুত লোডিং, ফুল উইডথ পোস্ট লেআউট, থাম্বনেইলসহ অটো রিড মোর বাটন, অ্যাডস রেডি, মাল্টিপল মেনু ড্রপডাউন, সার্চ উইজেট, রঙিন সোস্যাল আইকন, সোস্যাল শেয়ার বাটনস, ফিচার পোস্ট উইজেট, রিসেন্ট পোস্ট উইজেট, 404 পেইজ, এক্সট্রা অ্যাডস ফ্রেন্ডলি সাইডবার, টপ মেনুবার সহ দুই ধরণের মেনু, তিন ধরণের কমেন্টস ডিজাইন ইত্যাদি আরো বেশ কিছু সুবিধা।
  • এই টেমপ্লেটটির ফ্রি এবং প্রিমিয়াম দুই প্রকার ভার্সনই রয়েছে।
  • তাছাড়া, ব্যবহারবিধি জানার জন্য ডকুমেন্টেশন তো রয়েছেই। 
  • প্রিমিয়াম ভার্সনে রয়েছে উইজেট কোডসহ টেমপ্লেট।


🔄 [3] NEWSPLUS BLOGGER TEMPLATE :  আপনার যদি একটি ব্যক্তিগত, খেলাধুলা, প্রযুক্তি সংক্রান্ত, ফ্যাশন, ভ্রমন, বিনোদন কিংবা অনলাইন সংবাদ পরিবেশনের একটি সাইট তৈরির ইচ্ছা থাকে সেক্ষেত্রে নিউজপ্লাস হতে পারে অসাধারণ একটি টেমপ্লেট। এই থিমটি সর্বাধুনিক প্রযুক্তি ও আপডেটেড কোডিং ব্যবহার করে তৈরি করা হয়েছে। উপরের টেমপ্লেটগুলোর মতো সব ফিচারের পাশাপাশি এটির প্রিমিয়াম ভার্সনে আরো যেসব ডায়নামিক ফিচার সংযোজন করা হয়েছে সেগুলো হলো-
  • ৭ ধরণের ফিচার পোস্ট উইজেট।
  • বর্তমানে বহুল জনপ্রিয় ও ব্যবহৃত মেগা মেনুবার।
  • র‌্যান্ডম পোস্ট উইজেট।
  • ইনস্টল ও ব্যবহারবিধি সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল ও গাইড।
  • কোডসহ উইজেট টেমপ্লেট।


🔄 [4] NEWSON BLOGGER TEMPLATE : এই থিমটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত SEO ফ্রেন্ডলি। ইন্টারফেস এবং ডিজাইন অত্যন্ত রুচিশীল। দ্রুত লোডিং ক্ষমতা সম্পন্ন এই থিমটিতে আরো যেসব ফিচার রয়েছে সেগুলো হলো-

  • ৭ ধরণের ফিচার পোস্ট উইজেট।
  • বর্তমানে বহুল জনপ্রিয় ও ব্যবহৃত মেগা মেনুবার।
  • র‌্যান্ডম পোস্ট উইজেট।
  • ইনস্টল ও ব্যবহারবিধি সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল ও গাইড।
  • কোডসহ উইজেট টেমপ্লেট।
  • রিলেটেড থাম্বনেইল সমৃদ্ধ পোস্ট উইজেট।
  • লেবেল পোস্ট উইজেট।
  •  লিখিত ও ভিডিও ডকুমেন্টেশন।


🔄 [5] PUBLISTER BLOGGER TEMPLATE : এক কথায় বলতে গেলে পাব্লিস্টার একটি নিউজ পোর্টাল থিম বা টেমপ্লেট। যে কোন সংবাদ, খেলাধুলা, শিক্ষা, বিনোদন, ফ্যাশন, প্রযুক্তি ইত্যাদির জন্য এই থিমটি খুবই সাধারণ। অন্যান্য বৈশিষ্ট্যগুলো-
  • রেসপন্সিভ।
  • মোবাইল ফ্রেন্ডলি।
  • দ্রুত লোডিং।
  • লাইট ভার্সন।
  • অ্যাডস ফ্রেন্ডলি।
  • পরিষ্কার ও আকর্ষণীয় ডিজাইন।
  • সম্পূর্ণ পেশাদার।
  • HTML5 এবং CSS3 ব্যবহার করে কোডিং করা।
 

🔄 [6] TECHWISE BLOGGER TEMPLATE : এটি একটি অত্যন্ত চমৎকার এবং স্টাইলিশ টেমপ্লেট। যে কোন সংবাদ, খেলাধুলা, শিক্ষা, বিনোদন, ফ্যাশন, প্রযুক্তি, গেমস ইত্যাদির জন্য এই থিমটি খুবই অনন্য। অন্যান্য বিশেষ ফিচারসমূহ হলো-
  • অ্যাডভান্স অ্যাডমিন লেআউট।
  • সহজেই কাস্টোমাইজ করা যায়।
  • এসইও অপ্টিমাইজ।
  • বিশেষ অ্যাড পরিবেশন স্লট।
  • সহজেই উইজেট ব্যবহার করা মতো শর্টকোড।
  • আকর্ষণীয় সাবস্ক্রাইব বক্স।


🔄 [7] INFINITE BLOGGER TEMPLATE : ইনফিনিট একটি এএমপি (AMP- Accelerated Mobile Pages) সম্পন্ন ব্লগার থিম। এএমপি সাইটগুলো অতি দ্রুত লোড হয়। যা গুগল অগ্রাধিকার দিয়ে থাকে। কেননা বেশির ভাগ ব্যবহারকারীই মোবাইলে ব্রাউজ করতে পছন্দ করে এবং একই সাথে কোন সাইট যদি লোড হতে সময় নেয় সেক্ষেত্রে ব্যবহারকারী ঐ সাইটের প্রতি বিরক্তবোধ করে। এতে করে ওয়েবসাইটটি ভিজিটর হারাতে পারে। তাই এএমপি সমৃদ্ধ সাইট গুলোকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় দ্রুত। অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের একটি অন্যতম চাহিদা হলো সাইটটির দ্রুত লোড হওয়ার ক্ষমতা। এছাড়াও এই থিমটির ফিচারগুলো হলো-
  • এসইও ফ্রেন্ডলি।
  • আকর্ষণীয় ডিজাইন।
  • ব্যক্তিগত ব্লগসাইটের জন্য খুবই উপযোগী।
  • আল্ট্রা রেসপন্সিভ।
  • ডায়নামিক হেডার এবং ফুটার।
 

🔄 [8] SORA PAPER BLOGGER TEMPLATE : সোরা পেপার মূলত নিজউ প্রকাশনার জন্য ব্যবহৃত একটি অসাধারণ ব্লগার থিম।  এটি চমৎকার মোবাইল ফ্রেন্ডলি।  কিন্তু চাইলে যে কেউ এটিকে ব্যক্তিগত ব্লগ, ফ্যাশন, গেমস, প্রযুক্তি ইত্যাদি কাজেও ব্যবহার করতে পারে।  অন্যান্য ফিচারগুলো হলো-
  • ট্যাবড উইজেট সম্পন্ন।
  • স্লাইড শো রয়েছে।
  • রেসপন্সিভ।
  • ব্রাউজার কম্পিটিবল।
  • মেগা মেনু।
  • দ্রুত লোডিং ক্ষমতা সম্পন্ন।
 

🔄 [9] EASY CART BLOGGER TEMPLATE : ব্লগা বা ব্লগস্পট সাইটে যদি আপনার ব্যবসা করা ইচ্ছে থাকে, তবে এই থিমটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি থিম।  চমৎকার লাইট ওয়েট এবং ফাস্ট লোডিং এই টেমপ্লেটটি ব্যবহার করে আপনি আপনার অনলাইন ব্যবসাকে প্রসার করতে পারেন। এই টেমপ্লেটটির আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো-
  • রেসপন্সিভ থিম এবং কাস্টোমাইজেবল।
  • মোবাইল ফ্রেন্ডলি।
  • ই-কমার্স থিম।
  • কার্ট, স্টোর, অনলাইন স্টোর সুবিধা সম্পন্ন।
  • যে কোন ব্রাউজার কম্পিটেবল।
  • সিম্পল লেআউট।


🔄 [10] PALKI 2 BLOGGER TEMPLATE : পালকি ২ ব্যক্তিগত ওয়েব বা ব্লগসাইটের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ফি থিম। আমাদের এই ব্লগ সাইটটিও পালকি ২ থিম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনার অনলাইন জগৎকে এই থিম দ্বারা সাজিয়ে তুলতে পারেন। অন্যান্য ফিচারসমূহ হলো-
  • সম্পূর্ণ রেসপন্সিভ।
  • এসইও ফ্রেন্ডলি।
  • ব্রেডক্রাম্বস।
  • সহজ অ্যাডমিন প্যানেল।
  • রিলেটেড পোস্ট উইজেটসহ আরো অনেক কিছু পাওয়া যাবে এই অসাধারণ থিমটিতে।

সর্বোপরি, উপরের সবগুলো থিমের ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন রয়েছে। মূল্য সর্বোচ্চ ১০ ডলার। কাজেই আপনার যদি দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা থাকে এবং আপনার ওয়েবসাইটটিকে আপনি যদি একান্ত নিজের মতো ডিজাইন করতে চান তবে সামান্য খরচ করে প্রিমিয়াম ভার্সনটা ক্রয় করে ব্যবহার করুন। এতে করে আপনার সাইটটির গুণগত মান ঠিক থাকবে।

5 comments:

  1. Replies
    1. হ্যাঁ। মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড ব্যবহার করে থিমগুলো আপনাকে ডলারে কিনতে হবে।

      Delete
  2. Apnar website ta to sudu blogspot.com tahole kivabe ads show koralen kindly jodi aktu bolten? Amar akta blogspot site ase amaro echa ads show korabo but partesi na..

    ReplyDelete

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__