Skip to main content

NHOSTBD Custom Domain Setup | এনহোস্টবিডি-তে কাস্টোম ডোমেন সেটআপ করার নিয়ম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে দেশে বিভিন্ন ধরণের প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসবের মধ্যে ডোমেন ও হোস্টিং কোম্পানি গুলোর অগ্রগতি বেশ লক্ষণীয়। এগুলোর মধ্যে এনহোস্টবিডি [NHOSTBD] বেশ পরিচিত নাম। ডট বিডি ডোমেনসহ ডট কম, ডট নেট, ডট অর্গ, ইত্যাদি সব ধরণের ডোমেন ও হাই সিকিউরিটি হোস্টিংয়ের নিশ্চয়তা দিচ্ছে কোম্পানিটি। কিন্তু ব্লগারের সাথে কাস্টোম ডোমেন সেটআপ করতে গিয়ে এই কোম্পানিসহ বাংলাদেশের আরো কিছু হোস্টিং কোম্পানির জন্য একটু ভিন্ন পথ অবলম্বন করতে হয়। বিষয়টা একেবারেই সহজ। তারপরও না জানার ফলে অনেককেই ঝামেলা পোহাতে হয়। ব্লগস্পট বা ব্লগার ডট কম সাইটের সাথে এনহোস্টবিডি-র ডোমেন সেটআপ করতে হলে নিম্নোক্ত ধাপসূমহ অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ ⇛ এনহোস্টবিডি সাইটে লগিন করতে হবে।
দ্বিতীয় ধাপ এর পর নিম্নের ছবি অনুযায়ী ড্যাশবোর্ডের মেনুবার থেকে- Domains ➨ My Domains অপশনটি নির্বাচন বা সিলেক্ট করে ক্লিক করুন।
 https://edutechinfobd.blogspot.com


তৃতীয় ধাপ এরপর প্রদর্শিত উইন্ডো থেকে আপনার ডোমেন লিস্ট থেকে যে ডোমেনটি কাস্টোম ডোমেন হিসেবে ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে ডান পাশের ড্রপডাউন অ্যারো/তীর থেকে Manage Domain এ ক্লিক করুন।


চতুর্থ ধাপ এবারে মূল কাজ শুরু। প্রদর্শিত উইন্ডো থেকে বাম পাশের মেনু থেকে Nameservers সিলেক্ট করুন। এবং Use Default nameservers অপশনটি বাদ দিয়ে দিয়ে Custom nameservers (enter below) অপশনটিতে ক্লিক করে নিচের নেইম সার্ভারগুলোর ভেলু প্রবেশ করান এবং SAVE/ Change Nameservers এ ক্লিক করে সেভ করুন।

 নেইমসার্ভারস
পঞ্চম ধাপ অতপর একই উইন্ডোর মেনুর নিচের দিকে DNS Management এ ক্লিক করে ব্লগারের CNAME গুলো প্রবেশ করান। এবং সেভ বাটনে ক্লিক করুন।
https://edutechinfobd.blogspot.com/2019/01/nhostbd-custom-domain-setup.html 

Nameservers :
nhostbd.mars.orderbox-dns.com
    nhostbd.earth.orderbox-dns.com
    nhostbd.venus.orderbox-dns.com
    nhostbd.mercury.orderbox-dns.com



আশা করি আপনার কাস্টোম ডোমেন ঠিক মতো কাজ করবে। তবে ব্লগার সাইটে প্রথমবার কাস্টোম ডোমেন সেভ করার পর আবার ডান পাশের কোণের EDIT অপশনটিতে ক্লিক করে উপরের চিত্রানুযায়ী REDIRECT  example.com to www.example.com এর বাম পাশের বক্সে টিক ✅
দিতে ভুল করা যাবে না। এতে করে ভিজিটরদের সমস্যা হতে পারে www ছাড়া আপনার ডোমেন সার্চ করলে। টিক চিহ্নটি দিয়ে দিলে www ছাড়াও আপনার ওয়েবসাইট সার্চ করলে তা পাওয়া যাবে। অন্যথায় NOT FOUND এ ধরণের একটি Error দেখাতে পারে।




Comments

Post a Comment

__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__

Popular posts from this blog

SSC Board Question 2020 | ২০২০ সালের এসএসসি বোর্ড প্রশ্ন

আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। চলতি বছর ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে পরবর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। বাকী প্রশ্নগুলো পরীক্ষা শেষ হওয়া মাত্রই আপলোড করা হবে। বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। নির্দেশনাসমূহ নিম্নরূপ- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষ...

SSC Board Questions | এসএসসি সকল বোর্ড প্রশ্ন ২০১৯

বিগত ০২ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর ২১ লাখেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী সংখ্যা হলো ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।  শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে আগামী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। ২০২০ সালের প্রশ্নগুলো পেতে নিম্নে প্রদত্ত লিংকে ভিজিট করুন। https://edutechinfobd.blogspot.com যথারীতি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে সব শিক্ষার্থীর মাঝে ইংরেজি ও গণিত পরীক্ষা নিয়ে একটা আলাদা টেনশন লক্ষ করা যায়। এ বছর এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৪নং সেটের প্রশ্নপত্রটি নির্বাচিত হয়। তিন ঘন্টার এই পরীক্ষায় পুরোটায় লিখিত। অর্থাৎ ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং অন্যান্য বিষয়ের মতো এই পরীক্ষায় কোন নৈর্ব্যক্তিক থাকে না। পরীক্ষায় যে সকল প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে এসেছে সেগুলো হলো- প্রথম সিন প্যাসেজটি এসেছে বোর...

JSC Board Question | বিভিন্ন বছরের জেএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন উত্তরসহ

জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষাটি ২০১০ সালে শুরু হয়। ৮ম শ্রেণিতে অনুষ্ঠিত হওয়া এই বোর্ড পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হয়। জেএসসি পরীক্ষায় কৃতকার্য না হলে কোন শিক্ষার্থী পরবর্তী শ্রেণি অর্থাৎ ৯ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। ফলে শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে। কাজেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক পাশের জন্য এই ধাপটিতে উত্তীর্ণ হওয়া অত্যন্ত জরুরী। পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে প্রচলিত সিলেবাস অনুযায়ী বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নসমূহের বিশ্লেষণ দ্বারা একটি নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করলে প্রস্তুতিটি স্বার্থক হয়। আর এই বিষয়টিকে আমলে নিয়ে edutechinfobd ধারাবাহিকভাবে প্রতি বছরের পরীক্ষার প্রশ্নসমূহ অনলাইনে সংরক্ষণ করার কাজ শুরু করেছে। এটিকে জেএসসি পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্ন ব্যাংক কিংবা আর্কাইভ হিসেবে তৈরি করা হবে। অন্যদিকে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষদেরও অনেক সময় বিগতবছরের প্রশ্নের তথ্য উ...

© EdutechinfoBD 2017-2025