বাংলা সফটওয়্যার গুলোর মধ্যে বিজয় সর্বাধিক ব্যবহৃত এবং বাংলায় টাইপিংয়ের একমাত্র প্রোফেশনাল সফটওয়্যার। এটির বেশ কয়েকটি ভার্সন রয়েছে যেমন- বিজয় একাত্তর, বিজয় বায়ান্ন, বিজয় একুশ ইত্যাদি। এই সফটওয়্যারটির সর্বশেষ সংস্করন হলো বিজয় ২০১৬। এটি একটি পেইড সফটওয়্যার। অর্থাৎ আপনি বিনামূল্যে এই সফটওয়্যারটি পাবেন না। এটির লাইসেন্স কী আপনাকে ক্রয় করতে হবে। যাই হোক, বহুল জনপ্রিয় এই সফটওয়্যারটির ব্যবহার এখনো অনেকে জানেন না। আজকে কীভাবে বিজয় ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে হয় সে সম্পর্কে জানবো।
↪↩ প্রথমে বিজয় সফটওয়্যার ইনস্টল করতে হবে।
↪↩ এরপর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
↪↩ অতপর, কী-বোর্ডের ctrl+alt+B এই তিনটি কী এক সাথে চাপুন। এতে করে আপনার বিজয় সফটওয়্যারটি থেকে বাংলা টাইপ করার কী-বোর্ড লেআউটটি সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যাবে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টাস্কবারের সিস্টেম ট্রে (ছোট তীর চিহ্নটিতে ক্লিক করুন) লক্ষ করুন। দেখা যাবে একটি গাঢ় সবুজ রঙের চতুর্ভূজ প্রদর্শিত হচ্ছে। অথবা,
সিস্টেম ট্রে থেকে বিজয় আইকনের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করুন। উপরের দিকে থাকা বিজয় ক্লাসিক (Bijoy Classic) অপশনটি নির্বাচন করুন। নিম্নে প্রদর্শিত ২য় চিত্রটি দ্রষ্টব্য।
↪↩ এবারে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অধীন ফন্ট গ্রুপের ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দের বাংলা ফন্ট ফ্যামিলি বা সুটনিএমজে (SutonnyMJ) নির্বাচন করুন।
↪↩ আপনার সমস্ত কাজ শেষ। এবারে বাংলায় টাইপ শুরু করুন। নিম্নে প্রদর্শিত ৩য় চিত্রটি দ্রষ্টব্য। 😊
কেন বিজয় ক্লাসিক ব্যবহার করবেন?
↪↩ প্রথমে বিজয় সফটওয়্যার ইনস্টল করতে হবে।
↪↩ এরপর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
↪↩ অতপর, কী-বোর্ডের ctrl+alt+B এই তিনটি কী এক সাথে চাপুন। এতে করে আপনার বিজয় সফটওয়্যারটি থেকে বাংলা টাইপ করার কী-বোর্ড লেআউটটি সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যাবে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টাস্কবারের সিস্টেম ট্রে (ছোট তীর চিহ্নটিতে ক্লিক করুন) লক্ষ করুন। দেখা যাবে একটি গাঢ় সবুজ রঙের চতুর্ভূজ প্রদর্শিত হচ্ছে। অথবা,
সিস্টেম ট্রে থেকে বিজয় আইকনের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করুন। উপরের দিকে থাকা বিজয় ক্লাসিক (Bijoy Classic) অপশনটি নির্বাচন করুন। নিম্নে প্রদর্শিত ২য় চিত্রটি দ্রষ্টব্য।
↪↩ এবারে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অধীন ফন্ট গ্রুপের ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দের বাংলা ফন্ট ফ্যামিলি বা সুটনিএমজে (SutonnyMJ) নির্বাচন করুন।
↪↩ আপনার সমস্ত কাজ শেষ। এবারে বাংলায় টাইপ শুরু করুন। নিম্নে প্রদর্শিত ৩য় চিত্রটি দ্রষ্টব্য। 😊
কেন বিজয় ক্লাসিক ব্যবহার করবেন?
আপনারা হয়ত লক্ষ করবেন ইংরেজিতে অনেক ধরণের স্টাইলিশ ফন্ট ফ্যামিলি বা সোজা ভাষায় ফন্ট রয়েছে। এই ফন্টগুলো কোন লেখাকে ডিজাইন আকারে বা সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কাজে এই ফন্টগুলো ব্যবহৃত হয়। অনুরূপভাবে, বাংলা ভাষায়ও যদি আপনি কোন লেখাকে ডিজাইন আকারে প্রকাশ করতে চান তবে আপনাকে বিজয় ক্লাসিক ব্যবহার করতে হবে। এটি প্রোফেশনাল কী-বোর্ড লেআউট। অন্যথায়, আপনি ফন্টগুলোকে বিভিন্ন ডিজাইনে লিখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি অভ্র কিংবা বিজয় ইউনিকোড ব্যবহার করে লিখেন তাহলে আপনার লেখার ফন্ট একটা নির্দিষ্ট ডিজাইনে প্রদর্শিত ও প্রকাশিত হবে। নিচের ফন্টগুলো লক্ষ করলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে একটি বাক্যকে বিভিন্ন ডিজাইনের ফন্ট দ্বারা লিখা হয়েছে। যেটি সম্ভব হয়েছে বিজয় ক্লাসিক ব্যবহারের ফলে। ইউনিকোড ব্যবহার করলে ফন্টগুলোতে ডিজাইন প্রয়োগ করা যেতো না।
Bijoy Bayanno is a one and only software to write in Bengali in computer. It is extremely popular and useful to the Bengali users across the globe. By using it, people can express themselves in Bengali. It is the only medium to write in standard format in Bengali. It has many versions but, the latest version is BijoyBayanno 2016 released by Anando Computer.
It is widely used in MS Word for officially and personally in Bengali writing. Even a single working or official day can't be imagined without this program. But it is sometimes little bit difficult to use for the beginners as the initial setup before using or writing with it on MS Word is little confusing. As before using it a user has to do two or three specific work to active it or to make the software workable. The entire process is below:
- First of all you have to press Ctrl+Alt+B to active the program. You will be able to notice the change in system tray icon. There will be a green square symbol in the system tray icon of BijoyBayanno. When it is green, the program is ready to work in Bengali. Or, you can change it from your system tray by clicking right button of your mouse and select Bijoy Classic.
- Now go to MS Word and click on the drop-down menu of Font Group under Home Tab.
- From the drop-down menu select font-style SutonnyMJ. You can find the font name by typing it in font name box. You may be confused as the font will be found in Bengali in the list but after selecting the font style, you will find it in English spelling in the selected box.
- When the selection of font-style is done, your process is also done.
- And your BijoyBayanno is also ready to be used by you.
- Now just type what you want to write.
- DONE !
Bugs of this software:
Though this is the most useful program for Bengali writing, it has yet some bugs after it has made a long ago. One of the most annoying bugs in this program is that there are some letters in Bengali Alphabet which turn into another letter after pressing Space Key from the keyboard. This is time consuming and little bit of bothering for the users. The developers should take care of it and hope, they will solve all the bugs in it.
Considering those few bugs, this is an awesome creation.
Though this is the most useful program for Bengali writing, it has yet some bugs after it has made a long ago. One of the most annoying bugs in this program is that there are some letters in Bengali Alphabet which turn into another letter after pressing Space Key from the keyboard. This is time consuming and little bit of bothering for the users. The developers should take care of it and hope, they will solve all the bugs in it.
Considering those few bugs, this is an awesome creation.
এটা আমার খুব ভালোলাগে। আমি এটাই ব্যবহার করি।
ReplyDelete