edutechinfobd.blogspot.com |
Q-Cash, Common Platform for Payment Gateway System, সমস্ত ব্যাংকগুলোকে একটি পেমেন্ট সিস্টেমের আওতায় আনার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মাইলফলক সৃষ্টি করেছে। যেখানে গ্রাহক তার এটিএম (ATM- Automated Teller Machine) কার্ডটিকে ব্যবহার করে দেশের সকল ব্যাংকের স্থাপিত এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, কেনাকাটা এবং বিল পরিশোধ সংক্রান্ত সেবাসমূহ ভোগ করার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে Q-Cash এর তালিকাভুক্ত ব্যাংকগুলোর এটিএম বুথ ব্যবহার করলে লেনদেন প্রতি চার্জের হার কিছুটা সাশ্রয় হবে। আর এই সকল সেবা নিশ্চিত করতে অগ্রণী ব্যাংক এটিএম কার্ড সার্ভিস চালু করেছে। এর ফলে একজন গ্রাহক তাঁর এটিএম ডেবিট কার্ডটি ব্যবহার করে নিম্নোক্ত সেবাসমূহ উপভোগ করতে পারবে-
- অগ্রণী ব্যাংকের নিজস্ব এটিএম বুথসহ অন্য যেকোন ব্যাংকের বুথ ব্যবহার করে দেশের যেকোন প্রাণ্ত থেকে ২৪ ঘন্টা নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
- মার্চেন্ট আউটলেট/ দোকানসমূহ, হোটেল এবং হাসপাতাল থেকে POS (Point of Sale) এর মাধ্যমে কেনাকাটা/ বিল পরিশোধ করতে পারবেন।
- গ্রাহক তাঁর হিসাবের ব্যালেন্স অনুসন্ধান এবং সর্বশেষ ১০টি লেনদেনের মিনি স্টেটমেন্ট গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, Q-Cash এর সদস্যভুক্ত এটিএম থেকে Other Option-এ গিয়ে মোবাইলে টপ-আপ বা মোবাইল রির্চাজ করতে পারবেন।
Q-Cash সদস্যভুক্ত ব্যাংকসমূহের তালিকা
১) অগ্রণী ব্যাংক লি:
২) রূপালী ব্যাংক লি:
৩) বেসিক ব্যাংক লি:
৪) ব্যাংক এশিয়া লি:
৫) বাংলাদেশ কমার্স ব্যাংক লি:
৬) বাংলাদেশ কৃষি ব্যাংক
৭) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:
৮) আইএফআইসি ব্যাংক লি:
৯) জনতা ব্যাংক লি:
১০) যমুনা ব্যাংক লি:
১১) মেঘনা ব্যাংক লি:
১২) মার্কেন্টাইল ব্যাংক লি:
১৩) মধুমতি ব্যাংক লি:
১৪) ন্যাশনাল ব্যাংক লি:
১৫) এনআরবি ব্যাংক লি:
১৬) এনআরবি কমার্সিয়াল ব্যাংক লি:
১৭) এনআরবি গ্লোবাল ব্যাংক লি:
১৮) ওয়ারী ব্যাংক লি:
১৯) শাহজালাল ইসলামী ব্যাংক লি:
২০) সোনালী ব্যাংক লি:
২১) সোশ্যাল ইসলামী ব্যাংক লি:
২২) সাউথবাংলা এগ্রি. এন্ড কমার্স ব্যাংক লি:
২৩) সীমান্ত ব্যাংক লি:
২৪) ট্রাষ্ট ব্যাংক লি:
২৫) উত্তরা ব্যাংক লি:
২৬) আইসিবি ইসলামিক ব্যাংক লি:
২৭) মিডল্যান্ড ব্যাংক লি:
২৮) ইউনিয়ন ব্যাংক লি:
২৯) এক্সিম ব্যাংক লি:
৩০) --
NPSB (National Payment Switch Bangladesh) সদস্যভুক্ত ব্যাংকসমূহের তালিকা
১) ডাচ-বাংলা ব্যাংক লি:
২) ব্র্যাক ব্যাংক লি:
৩) ইসলামি ব্যাংক লি:
৪) ঢাকা ব্যাংক লি:
৫) এবি ব্যাংক লি:
৬) ইষ্টার্ন ব্যাংক লি:
৭) এক্মিম ব্যাংক লি:
৮) মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লি:
৯) প্রাইম ব্যাংক লি:
১০) পূবালী ব্যাংক লি:
১১) ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লি:
১২) আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:
১৩) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি:
১৪) ব্যাংক আল-ফালাহ লি:
১৫) সাউথইস্ট ব্যাংক লি:
১৬) স্ট্যান্ডার্ড ব্যাংক লি:
১৭) এইচএসবিসি
১৮) সিটি ব্যাংক লি:
এটিএম কার্ড ব্যবহারের দৈনিক লেনদেন সীমা
- নদগ উত্তোলন সর্বোচ্চ ৫ বার। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা করে মোট ৫০,০০০ টাকা উত্তোলন করা যাবে।
- POS এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে।
- মোবাইলে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত টপ-আপ করতে পারবে।
- ব্যালেন্স অনুসন্ধান ৩ বার, মিনি স্টেটমেন্ট ১ বার এবং পিন পরিবর্তন ১ বার পর্যন্ত করতে পারবে।
এটিমএম কার্ড ব্যবহারের ফি এবং চার্জসমূহ
- Q-Cash সদস্যভুক্ত এটিএম বুথ থেকে নগদ উত্তোলন করলে প্রতিবার ১১.৫০ টাকা এবং NPSB সদস্যভুক্ত এটিএম বুথ থেকে নগদ উত্তোলন করলে প্রতিবার ১৫.০০ টাকা চার্জ প্রদান করতে হবে।
- Q-Cash সদস্যভুক্ত এটিএম বুথ থেকে ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট এবং মোবাইল টপ-আপ করলে কোন চার্জ প্রদান করতে হবে না ।
- NPSB সদস্যভুক্ত এটিএম বুথ থেকে ব্যালেন্স অনুসন্ধান এবং মিনি স্টেটমেন্ট সেবা পেতে প্রতিবার ৫.০০ টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে মোবাইল টপ-আপ সেবাটি পাওয়া যাবে না।
- অগ্রণী ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে কোন প্রকার চার্জ প্রযোজ্য হবে না।
অগ্রণী ব্যাংক এর হট লাইন নাম্বার জানাবেন
ReplyDelete