সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা গত ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রকাশ করেছে। এবছর জাতীয় দিবস, দুই ইদের ছুটি, রমজানের ছুটি, পূজা, গ্রীষ্মকালীন ছুটি ইত্যাদিসহ মোট ৭৬ দিন ছুটির অনুমোদন দেওয়া হয়। ছুটির তালিকায় বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার দুই দিন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimO1nz_d1m8UdKJ6BqhdI69qiukXmlpIQrDKmo7uuvCyO0BkEUFFHY2PToxYTiezb-ZrvgvK_1HHIprUivn1vXB69_WrUKXR5hsqdDxY-VPoCAM4jy_0OEm5vTuebWqX_Rrg-QrWp5EI_9/s640/edutechinfobd.gif) |
edutechinfobd |
চলতি বছরের ছুটির তালিকার উল্লেখযোগ্য ঘোষণাসমূহ
- সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্রবার ও শনিবার) ব্যতীত মোট ছুটি ৭৬ দিন।
- এতে উল্লেখ করা হয়, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।
- অর্ধ-বার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষা ১ জুন, ২০২৩ তারিখ শুরু হবে। ফলাফল প্রদান ১২ জুলাই, ২০২১।
- নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর ২০২৩ এবং ফলাফল প্রদান ০১ নভেম্বর, ২০২৩।
- বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর, ২০২১ এবং ফলাফল প্রদান করা হবে ২৮ ডিসেম্বর, ২০২৩
- পরীক্ষার নির্ধারিত তারিখ বিশেষ কারণ ছাড়া পরিবর্তন করা যাবে না।
- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত সময় মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করতে হবে। বার্ষিক পরীক্ষার উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করতে হবে।
- জেএসসি/ এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
- জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, দিবস সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে দিবসসমূহ উদযাপন করতে হবে।
- সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করতে হবে এবং শিক্ষা সপ্তাহ পালন করতে হবে।
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__