এবারে বিসিএস প্রশাসনে সর্বোচ্চ মোচ ৩২৩টি শূন্য উল্লেখ করে সাধারণ ক্যাডারে মোট শূন্য পদের সংখ্যা ঘোষণা করা হয় ৬৪২টি। টেকনিক্যাল / প্রফেশনাফ ক্যাডারের পদ সংখ্যা মোট ৬১৯টি এবং সর্বোচ্চ পদ বিসিএস কৃষিতে (২৩০টি)। বিসিএস সাধারণ শিক্ষায় (সরকারি কলেজসমূহ) শূন্য পদের সংখ্যা ৮৯২টি এবং বিসিএস সাধারণ শিক্ষা (সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহ)-তে শূন্য পদের সংখ্যা ১৩টি। সব মিলিয়ে এবারে ২১৬৬ টি শূন্য পদের বিপরীতে দেশব্যাপী যোগ্য প্রার্থীদের আবেদন আহবান করা হয়েছে।
edutechinfobd |
আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সময়
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় : ০৫-১২-২০১৯ তারিখ সকাল ১০.০০ টা। এবংআবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৪-০১-২০২০ তারিখ সন্ধ্যা ৬.০০ টা।
বিস্তারিত জানতে অফিসিয়ালি প্রকাশিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়ুন।
0 comments:
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__